‘মেসিকে ছাড়াও দুর্দান্ত বার্সা’

চোট পেয়ে মাঠের বাইরে থাকা লিওনেল মেসিকে ছাড়া বার্সেলোনা মানিয়ে নিতে পারবে বলে দাবি করেছেন ক্লাবটির সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2018, 08:21 AM
Updated : 23 Oct 2018, 08:40 AM

কাম্প নউয়ে গত শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার ৪-২ গোলে জেতা ম্যাচের ষোড়শ মিনিটে বল দখলের লড়াইয়ে পড়ে গিয়ে মাঠ ছাড়েন মেসি। তার ডান হাতের রেডিয়াল হাড়ে চিড় ধরা পড়েছে বলে জানায় ক্লাবটি। ৩১ বছর বয়সী এই খেলোয়াড়ের চোট কাটিয়ে উঠতে তিন সপ্তাহ লাগবে।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। চার দিন পর লা লিগায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে এরনেস্তো ভালভেরদের দল। চোট পাওয়া মেসিকে ফেরাতে তাড়াহুড়ো করা হবে না বলে জানান বার্তোমেউ।

“(পুরোপুরি সেরে উঠতে) যত সময় মেসির দরকার হবে, ততদিন সে বাইরে থাকবে। লিওকে ছাড়া আমরা এখনও দুর্দান্ত দল। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সামনে এগিয়ে যাওয়া।”

“অবশ্যই আমাদের জিততে হবে এবং নিজেদেরকে প্রস্তুত করতে হবে। খেলোয়াড়রা কোথায় আছে সে বিষয়ে তারা সচেতন।”

চলতি মৌসুমে মেসি লা লিগায় ৭ গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের গোল ১২টি।