লেভানদফস্কির জোড়া গোলে জয়ে ফিরল বায়ার্ন

সব মিলিয়ে চার ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্ডেসলিগায় রবের্ত লেভানদফস্কির জোড়া গোলে ভলফসবুর্ককে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2018, 08:03 PM
Updated : 20 Oct 2018, 08:03 PM

প্রতিপক্ষের মাঠে শনিবার জার্মানির শীর্ষ লিগের ম্যাচটি ৩-১ গোলে জেতে বায়ার্ন।

ম্যাচের ৩০তম মিনিটে মাটস হুমেলসের পাস পেয়ে দলকে এগিয়ে দেন লেভানদফস্কি। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পোল্যান্ডের এই ফরোয়ার্ড।

৫৭তম মিনিটে ধাক্কা খায় বায়ার্ন। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডাচ ফরোয়ার্ড আরিয়েন রবেন। প্রতিপক্ষ শিবিরে এক জন কম থাকার সুযোগে ৬৩তম মিনিটে ব্যবধান কমান ডাচ ফরোয়ার্ড ভাউট ভেগহর্স্ট।

শেষ পর্যন্ত অবশ্য বায়ার্নের জয়ের পথে বাধা হতে পারেনি তারা। ৭২তম মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন কলম্বিয়ার মিডফিল্ডার হামেস রদ্রিগেস।     

লিগে প্রথম চার ম্যাচ জেতার পর পঞ্চম রাউন্ডে আউক্সবুর্কের সঙ্গে ড্র করেছিল বায়ার্ন। পরের দুই ম্যাচে যথাক্রমে হের্টা বার্লিন ও বরুশিয়া মনশেনগ্লাডবাখের কাছে হারে টানা ছয়বারের চ্যাম্পিয়নরা। আর এর মাঝে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে আয়াক্সের সঙ্গে ১-১ ড্র করেছিল নিকো কোভাচের দল।

আট ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বায়ার্ন।

স্টুটগার্টকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া বরুসিয়া ডর্টমুন্ড ২০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ভার্ডার ব্রেমেনের পয়েন্ট ১৭।