জার্মানির হারের রেকর্ড

উয়েফা নেশন্স লিগে ফ্রান্সের কাছে হেরে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়েছে জার্মানি। নিজেদের ইতিহাসে এক বছরে প্রথমবারের মতো ছয় ম্যাচে হেরেছে দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 11:14 AM
Updated : 17 Oct 2018, 11:14 AM

প্যারিসে মঙ্গলবার টনি ক্রুসের গোলে এগিয়ে যাওয়া জার্মানি শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে ২-১ গোলে হারে। স্বাগতিকদের গোল দুটি করেন অঁতোয়ান গ্রিজমান।

২০১৮ সালটা জার্মানির জন্য মোটেও ভালো যাচ্ছে না। টানা বাজে পারফরম্যান্সে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটি।

গত শনিবার নেশন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হারে জার্মানি। রোনাল্ড কুমানের তারুণ্যনির্ভর দলের সামনে পাত্তাই পায়নি চারবারের বিশ্বকাপ জয়ীরা। এই বছরে এটা ইওয়াখিম লুভের দলের সবচেয়ে বড় ব্যবধানে হার।

জার্মানির ছয় হারের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি ছিল রাশিয়া বিশ্বকাপে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে হারার পর শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয় তারা।

জার্মানির অপর দুটি হার বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে ব্রাজিল ও অস্ট্রিয়ার বিপক্ষে।

ফ্রান্সের মাঠে প্রথম ঘণ্টায় ইতিবাচক ছিল জার্মানির পারফরম্যান্স। পরে আর ছন্দ ধরে রাখতে পারেনি তারা। শেষ দিকে 'বিতর্কিত' এক স্পট কিকে হেরে যায় ২০১৪ সালের বিশ্বকাপ জয়ীরা।

২০০০ সালের পর প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে হারল জার্মানি।