এমবাপেকে নিয়ে সতীর্থদের সতর্ক করলেন জার্মানির ড্রাক্সলার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2018 07:16 PM BdST Updated: 16 Oct 2018 07:16 PM BdST
কিলিয়ান এমবাপে জায়গা পেলে তাকে থামানো অসম্ভব হয়ে পড়বে বলে মনে করেন পিএসজিতে তার সতীর্থ ইউলিয়ান ড্রাক্সলার। তাই ফ্রান্সের বিপক্ষে ম্যাচে তরুণ এই ফরোয়ার্ডকে নিয়ে সতীর্থদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জার্মান মিডফিল্ডার ড্রাক্সলার।
প্যারিসে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় উয়েফা নেশন্স লিগে মুখোমুখি হবে দল দুটি।
গত শনিবার নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলের হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফেরার লক্ষ্যে মাঠে নামবে জার্মানি। আর ফ্রান্স গত সপ্তাহে নিজেদের মাঠে আইসল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করে। শেষ মুহূর্তে গোল করে পরাজয় এড়ান এমবাপে। ২০১৮ সালে জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ১৯ বছর বয়সী এই খেলোয়াড়ের গোলসংখ্যা নয়টি।
পিএসজির হয়েও অসাধারণ ফর্মে আছেন এমবাপে। চলতি লিগ ওয়ানে এখন পর্যন্ত করেছেন আট গোল। রাশিয়া বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জয়ীকে রুখতে সর্বোচ্চ দলীয় প্রচেষ্টার দরকার বলে মনে করেন ড্রাক্সলার।
"সে যদি দৌড় শুরু করার জায়গা পায়, সেক্ষেত্রে তাকে থামানো প্রায় অসম্ভব।"
"গতি ও ফিনিশিং তার সেরা শক্তি। খুব দৃঢ় রক্ষণ দিয়ে অবশ্যই তাকে দুটির একটিও ব্যবহারের সুযোগ নিতে দেওয়া যাবে না।"
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে