‘রোনালদোর বিদায়ে লা লিগার ক্ষতি হয়নি’

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাওয়ায় স্প্যানিশ ফুটবলের তেমন কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2018, 03:38 PM
Updated : 13 Oct 2018, 03:38 PM

গত জুলাইয়ে ইউভেন্তুসে যোগ দেন ৩৩ বছর বয়সী পর্তুগিজ তারকা। ২০০৯ সালে সান্তিয়াগো বের্নাবেউয়ে আসার পর নয় মৌসুমে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ অসংখ্য শিরোপা জেতেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

চার বছর আগে রোনালদো স্পেন ছাড়লে অবশ্য দুশ্চিন্তায় পড়তেন বলে জানান তেবাস। কিন্তু এখন লা লিগা অনেক বেশি শক্তিশালী অবস্থায় আছে বলে মনে করেন তিনি।

“লা লিগার ব্র্যান্ডকে কোনো একজন খেলোয়াড় বা একটি নির্দিষ্ট দলের ওপরে তুলে ধরতে আমরা কঠোর পরিশ্রম করেছি।”

“চার বছর আগে তার বিদায় আমাকে চিন্তিত করত। এক থেকে দশের স্কেলে, আমি বলতাম নয়।”

“এখনও এটা আমাকে চিন্তিত করে। তবে এক থেকে দশের স্কেলে চার বা তিনও হতে পারে।”