ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কখনোই প্রীতি হয় না: তিতে

সৌদি আরবের বিপক্ষে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন ব্রাজিলের কোচ তিতে। পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বলে নিজেদের খেলায় আরও উন্নতি চান তিনি। কোচের সঙ্গে একমত অধিনায়ক নেইমারও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2018, 09:33 AM
Updated : 13 Oct 2018, 09:33 AM

মঙ্গলবার আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে শুক্রবার সৌদি আরবকে ২-০ গোলে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের শেষ দিকে গাব্রিয়েল জেসুস দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্স সান্দ্রো।

দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ থাকলেও জয়ের ধারায় থাকতে পেরে খুশি নেইমার। নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখছেন ২৬ বছর বয়সী এই তারকা।

“আমরা অসাধারণ পারফরম্যান্স দেখাইনি। কিন্তু আমরা ধারাবাহিক ছিলাম।”

“আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি। দলে অনেক পরিবর্তন আছে। মাঠে আরেকটু বেশি বোঝাপড়া থাকা দরকার।”

তবে আর্জেন্টিনার বিপক্ষে উন্নতি চান ব্রাজিলের দায়িত্ব নিয়ে ২৯ ম্যাচে ২৩ জয় পাওয়া তিতে।

“একদম শুরু থেকে, আমরা যেমনটা ভেবেছিলাম, তেমনটা পারফর্ম করিনি। পারফরম্যান্সটা ছিল এই দলের মানদন্ডের চেয়ে নিচে। আমরা এর চেয়ে আরও ভালো খেলি, আরও সুযোগ তৈরি করি, প্রতিদ্বন্দ্বিতা করি, আরও বেশি মনোযোগ রাখি। বেশিরভাগই ছিল আমাদের সাধারণ মাত্রার চেয়ে নিচে।”

“আমরা সন্তুষ্ট করার মতো ছিলাম না।…ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কখনোই প্রীতি হয় না। আমরা সেটার জন্য আরও ভালো আশা করব।”