ম্যান সিটিকে হারাতে ‘১১০ শতাংশ’ দিতে হবে লিভারপুলকে

ম্যানচেস্টার সিটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী দল মানছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হারাতে নিজেদের সামর্থ্যের ১১০ শতাংশ দিতে হবে বলে মনে করেন জার্মান কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2018, 10:48 AM
Updated : 6 Oct 2018, 10:48 AM

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় অ্যানফিল্ডে মুখোমুখি হবে দল দুটি। সাত ম্যাচ শেষে সমান ১৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে লিভারপুলকে পেছনে ফেলে শীর্ষে আছে সিটি। 

সব প্রতিযোগিতা মিলে দুই দলের শেষ তিন দেখাতেই জিতেছে লিভারপুল। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ৪-৩ গোলের জয় পাওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে দুই লেগে ৩-০ ও ২-১ গোলে জয় পায় ক্লপের দল।

সাম্প্রতিক সময়ে এমন ধারাবাহিক সাফল্য পেলেও সিটিকে হারানোর নিশ্চিত কোনো সূত্র এখনও খুঁজে পাননি বলে জানান ক্লপ।

“আমরা গত মৌসুমে সিটিকে তিনবার হারালাম। আর ম্যাচগুলোর কোনোটার শেষেই ড্রেসিংরুমে ফিরে একবারের জন্যও আমরা ভাবিনি, ‘এখন আমরা জানি কিভাবে তাদের হারাতে হয়।’”

“সিটি কখনও তাদের মনোযোগ হারায় না। নিশ্চিত করেই তাদের প্রতি আমার পুরো সম্মান আছে। আমাদের সত্যি পুরোপুরি নিঁখুত হতে হবে। তাদেরকে আমাদের গোল থেকে দূরে রাখতে নিজেদের সেরাটা দিতে হবে।”

প্রতিপক্ষকে সমীহ করার পাশাপাশি নিজেদের সামর্থ্যে আস্থা আছে ক্লপের।

“কাজটা কঠিন হবে, তা নিয়ে কোনো সমস্যা নেই। সবাই এটা জানে। সিটিকে হারাতে আমাদের শতভাগ দেওয়া প্রয়োজন, তাতেও না হলে ১১০ শতাংশ দিতে হবে।”

“বিশ্ব ফুটবলে তারা অন্যতম শক্তিশালী দল। কিন্তু অসাধারণ একটা মাঠে, একটা সত্যিকারের ভালো ফুটবল দলের বিপক্ষে দারুণ সব সমর্থক নিয়ে আমরা কি করতে পারি, আরেকবার চেষ্টা করাই যাক।”