তাইওয়ান মাস্টার্সের ২য় রাউন্ড থেকে বিদায় সিদ্দিকুরের

তাইওয়ান মাস্টার্সে দ্বিতীয় রাউন্ডেও আলো ছড়াতে পারেননি সিদ্দিকুর রহমান। সব মিলিয়ে পারের চেয়ে সাত শট বেশি খেলে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2018, 05:33 PM
Updated : 28 Sept 2018, 05:33 PM

তাইওয়ান গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুক্রবার একটি বার্ডি ও পাঁচটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে যৌথভাবে ৭২তম স্থানে থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের এই গলফার।

সাড়ে আট লাখ ডলার প্রাইজমানির এই আসরে ভালো শুরু করতে পারেননি সিদ্দিকুর। পারের চেয়ে ৩ শট বেশি খেলে ১৫ জনের সঙ্গে ৬৬তম স্থানে থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন তিনি।

পারের চেয়ে সর্বোচ্চ ৪ শট বেশি খেলা পর্যন্ত গলফাররাই ‘কাট’ পেরিয়ে এশিয়ান ট্যুরের এই প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে উঠেছেন।