কাভানি-নেইমার জুটিতে খুশি পিএসজি কোচ

দলের আক্রমণভাগের অন্যতম দুই ভরসা এদিনসন কাভানি ও নেইমারের ব্যক্তিগত সম্পর্কের উন্নতিতে খুশি পিএসজির কোচ টমাস টুখেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2018, 01:31 PM
Updated : 27 Sept 2018, 01:31 PM

বুধবার স্তাদ দে রাঁসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে চলতি মৌসুমে লিগ ওয়ানে টানা সপ্তম জয় তুলে নেয় পিএসজি।

শুরুতেই গোল হজমের পর পঞ্চম মিনিটে দলকে সমতায় ফেরান কাভানি। ২৪তম মিনিটে উরুগুয়ের এই ফরোয়ার্ড প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন নেইমার। বিরতির আগেই নেইমারের ফ্রি-কিক থেকে বল পেয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন কাভানি।

গত মৌসুমে ব্যক্তিগত সম্পর্কটা ভালো যায়নি নেইমার ও কাভানির। স্পট-কিক নেওয়াকে কেন্দ্র করে মতভেদ দেখা দেয় লাতিন আমেরিকার এই দুই ফরোয়ার্ডের মাঝে।

চলতি মৌসুমে দুজনের বোঝাপড়ার উন্নতি চোখে পড়ছে। এর পেছনে সাংবাদিকরা নতুন কোচ টুখেলের ভূমিকা জানতে চাইলে তিনি বলেন, “আপনাদের তাদেরকেই জিজ্ঞাসা করতে হবে। অসাধারণ খেলোয়াড়দের একসঙ্গে খেলতে ও থাকতে হয়। এটা গুরুত্বপূর্ণ।”

“আমি অনুভব করছি, নেইমার, কাভানি, আনহেল দি মারিয়া ও কিলিয়ান এমবাপে মিলে একটা জোট গঠন করেছে। এরা জিততে ও নিজেদের উন্নতি করতে চায়। আমি সবসময় তাদের বলব যে সেটাই আমি চাই।”