ম্যারাথনে বিশ্ব রেকর্ড কিপচোগের

দুই ঘন্টা এক মিনিট ৩৯ সেকেন্ড সময় নিয়ে ছেলেদের ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়েছেন কেনিয়ার এলিউড কিপচোগে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2018, 12:02 PM
Updated : 16 Sept 2018, 12:46 PM

রোববার বার্লিন ম্যারাথনে এই রেকর্ড গড়েন অলিম্পিক চ্যাম্পিয়ন কিপচোগে। পেছনে ফেলেন ২০১৪ সালে স্বদেশি ডেনিস কিমেটোর দুই ঘন্টা দুই মিনিট ৫৭ সেকেন্ডের রেকর্ড।

রেকর্ড গড়ার পর কিপচোগে বলেন, “দিনটিকে বর্ণনা করার ভাষা নেই আমার। আমি সত্যি কৃতজ্ঞ, বিশ্ব রেকর্ড ভাঙ্গতে পেরে খুব খুশি।”

“এটা কঠিন ছিল। আমি নিজের দৌড়টা দৌড়েছিলাম। আমার প্রশিক্ষক ও কোচের ওপর বিশ্বাস রেখেছিলাম। সেটাই আমাকে শেষ কিলোমিটারগুলোতে এগিয়ে নিয়েছিল।”

ম্যারাথন দৌড়বিদদের মধ্যে সর্বকালের অন্যতম সেরা ধরা হয় ৩৩ বছর বয়সী কিপচোগেকে। রিও দে জেনেইরোতে গত অলিম্পিকে এই ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি।

চলতি বছরের শুরুতে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো লন্ডন ম্যারাথনে সেরা হন কিপচোগে। ১২টি ম্যারাথনে অংশ নিয়ে জিতেছেন ১১টিতেই।