আরও উন্নতিতে চোখ বার্সেলোনা কোচের

চলতি মৌসুমে এখন পর্যন্ত সবগুলো ম্যাচে জয় পেলেও দলের মধ্যে আরও উন্নতির সুযোগ দেখছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2018, 10:17 AM
Updated : 16 Sept 2018, 11:08 AM

লা লিগায় শনিবার রিয়াল সোসিয়েদাদের মাঠে প্রথমার্থে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ২-১ গোলে জেতে বার্সেলোনা। ৬৩তম মিনিটে লুইস সুয়ারেস সমতা ফেরানোর তিন মিনিট পর জয়সূচক গোল করেন উসমান দেম্বেলে।

আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে হুয়েস্কাকে ৮-২ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচের মতো অমন দুর্দান্ত ফুটবল খেলতে পারেননি ভালভেরদের শিষ্যরা।

সোসিয়েদাদকে হারানোর পর স্প্যানিশ এই কোচ বলেন, "এগুলো খুব ভালো তিনটি পয়েন্ট। সবকিছুই খুব কঠিন ছিল আর আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি খুব চিন্তিত নই। তবে কিছু বিষয়ে উন্নতি করার আছে।"

"পয়েন্ট তিনটি খুব কঠিন ছিল। গত মৌসুমের খেলা থেকে আমরা জানি, এই মাঠে জেতা কতটা কঠিন। আমি উদ্বেগ নিয়ে বাড়ি ফিরছি না। তবে আমরা ভুলগুলো শোধরানোর চেষ্টা করব।"

লিগে চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।