সোসিয়েদাদের মাঠে বার্সার জয়

রিয়াল সোসিয়েদাদের মাঠে শুরুতেই গোল খেয়ে বসেছিল বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে এরনেস্তো ভালভেরদের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2018, 04:17 PM
Updated : 16 Sept 2018, 08:47 AM

লা লিগায় শনিবার স্থানীয় সময় বিকালে শুরু হওয়া ম্যাচটি ২-১ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা।

গ্যালারিকে উল্লাসে ভাসিয়ে ম্যাচের দ্বাদশ মিনিটে এগিয়ে যায় সোসিয়েদাদ। প্রায় ৪০ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিকে উড়ে আসা বল ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ফাঁকায় পেয়ে যান আরিৎস এলুসতোন্দো। বাঁ পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন স্প্যানিশ এই ডিফেন্ডার। 

৪৩তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে মিডফিল্ডার রুবেন পার্দোর সঙ্গে বল দখলের লড়াইয়ে জেরার্দ পিকে পড়ে গেলে পেনাল্টির জোরালো আবেদন করে অতিথিরা। তবে ভিডিও রিপ্লে দেখেও তাতে সাড়া দেননি রেফারি।

৬৩তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল পিকে হেডে নামানোর পর বিপদমুক্ত করতে ব্যর্থ হয় সোসিয়েদাদের খেলোয়াড়রা। গোলমুখে জটলার মধ্যে বল পেয়ে সমতা ফেরান লুইস সুয়ারেস।

৬৫তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফিলিপে কৌতিনিয়োর বাঁকানো শট দারুণ নৈপুণ্যে ঠেকান গোলরক্ষক। এর পরের মিনিটেই জয়সূচক গোল পেয়ে যায় অতিথিরা।

কর্নার থেকে গোলমুখে উড়ে আসা বল হেডে ফিরিয়েছিলেন সোসিয়েদাদের এক খেলোয়াড়। কিন্তু আলগা বল ফাঁকায় পেয়ে যান দেম্বেলে। বাঁ পায়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।

চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

দিনের আরেক ম্যাচে এইবারের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫।