অধিনায়কত্বকে ইতিবাচক ভাবছেন নেইমার

ব্রাজিলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিজের জন্য ভালো হবে বলে মনে করছেন নেইমার। রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতার জন্য সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2018, 06:54 AM
Updated : 7 Sept 2018, 06:54 AM

গত বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই ভিন্ন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে বারবার অধিনায়ক বদলের চিন্তা থেকে বেরিয়ে এসে নেইমারকে দলের স্থায়ী অধিনায়ক করেছেন ব্রাজিলের কোচ তিতে। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউ জার্সিতে শুরু হবে অধিনায়ক নেইমারের নতুন যাত্রা।

রাশিয়া বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি নেইমার। শেষ আটে বেলজিয়ামের কাছে হেরে থামে ব্রাজিলের অভিযান। পায়ের পাতার মেটাটারসাল হাড় ভেঙ্গে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকার পর বিশ্বকাপ দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরেন নেইমার। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে করেন মোটে দুই গোল। টুর্নামেন্টে বার বার ফাউলের শিকার হন তিনি। আবার রেফারির সহানুভূতি পেতে নাটুকেপনা করায় দারুণ সমালোচিত হন পিএসজির এই ফরোয়ার্ড।

আবার নেতৃত্বে ফেরার পর তিতের সঙ্গে সংবাদ সম্মেলনে এসে নেইমার বলেন, “আমি আবারও দায়িত্ব নিলাম। কারণ, আমি অনেক কিছু শিখেছি এবং আরও অনেক কিছু শিখব। এই দায়িত্ব আমার জন্য ভালোই হবে।”

“অধিনায়কত্বের কারণে আমার দায়িত্ব এখন আরও বড়। কিন্তু আপনি যদি ভালো ফুটবল না খেলেন, তার কোনো প্রয়োজন নেই।”

“যেসব সমর্থক আমাদের জন্য পাগল, তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। কারণ, পরাজয় খুব খারাপ কিছু। আমরা বিশ্বাস করতাম যে, আমরা বিশ্বচ্যাম্পিয়ন হতে পারি কিন্তু এটা সম্ভব হয়নি।”

বিশ্বকাপে নিজের সমালোচনা নিয়েও কথা বলেন ২৬ বছর বয়সী নেইমার।

“আমি অনেক সমালোচকদের লক্ষ্যবস্তু ছিলাম।…বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পর আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না। তাই যখন কথা বলার অবস্থায় ছিলাম না, আমি চুপ থাকার সিদ্ধান্ত নিলাম। কারণ নীরবতাই সেরা উত্তর।”

“এ নিয়ে আমার খুব বেশি কিছু বলার নেই। আমি ১১ বার বল নিয়ে এগোলে ১০ বার সোজা প্রতিপক্ষের মুখে পড়ি।... বিশ্বকাপের সময় আমি অনেক ফাউলের শিকার হয়েছিলাম। এটা আ্মার আরেকটা শিক্ষা।”