ইংল্যান্ড দলে ফিরলেন লুক শ

সেপ্টেম্বরে স্পেন ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচের জন্য ইংল্যান্ডের ২৩ সদস্যের দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লুক শ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2018, 02:58 PM
Updated : 30 August 2018, 02:58 PM

সবশেষ গত বছরের মার্চে জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ২৩ বছর বয়সী শ। 

এছাড়া দলে আছেন বিশ্বকাপে জায়গা না পাওয়া লিভারপুলের দুই খেলোয়াড় জো গোমেজ ও অ্যাডাম লালানা। বিশ্বকাপে না থাকা বার্নলির ডিফেন্ডার জেমস টারকাওস্কিও আছেন গ্যারেথ সাউথগেটের দলে।

বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার অ্যাশলে ইয়াং। চোটের কারণে নেই ফিল জোন্সও।

৮ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। তিনদিন পর প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।

ইংল্যান্ড দল:

গোলরক্ষক: জ্যাক বাটল্যান্ড (স্টোক সিটি), জর্ডান পিকফোর্ড (এভারটন), অ্যালেক্স ম্যাকার্থি (সাউথ্যাম্পটন)

ডিফেন্ডার: ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড (লিভারপুল), ফ্যাবিয়ান ডেলফ (ম্যানচেস্টার সিটি), জো গোমেজ (লিভারপুল), হ্যারি ম্যাগুইয়ার (লেস্টার সিটি), ড্যানি রোজ (টটেনহ্যাম হটস্পার), লুক শ (ম্যানচেস্টার ইউনাইটেড), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), কিরান ট্রিপিয়ার (টটেনহ্যাম হটস্পার), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি), জেমস টারকাওস্কি (বার্নলি)

মিডফিল্ডার: ডেলে আলি (টটেনহ্যাম হটস্পার), এরিক ডায়ার (টটেনহ্যাম হটস্পার), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), অ্যাডাম লালানা (লিভারপুল), জেসি লিনগার্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), রুবেন লফটাস-চিক (চেলসি)

ফরোয়ার্ড: হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার), মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), রাহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি), ড্যানি ওয়েলবেক (আর্সেনাল)