মহিলা দাবায় চ্যাম্পিয়ন রানী

জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডে পেরে ওঠেননি মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা। নবম রাউন্ডের জয়ে মুকুট ফিরে পেয়েছেন মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2018, 03:37 PM
Updated : 18 August 2018, 03:38 PM

জাতীয় মহিলা দাবায় এটি ৭৪ বছর বয়সী রানীর ১৯তম শিরোপা। সর্বশেষ সেরা হয়েছিলেন ২০১১ সালে।

বাংলাদেশ দাবা ফেডারেশনে শনিবার নবম ও শেষ রাউন্ডে মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানাকে হারান রানী। নয় রাউন্ডে আট জয়ে ৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন এই মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার।

শেষ রাউন্ডে জান্নাতুল ফেরদৌসের কাছে হারা ইভা ৭ পয়েন্ট নিয়ে হয়েছেন রানারআপ। প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডে রানীর কাছে প্রথম হারের স্বাদ পেয়েছিলেন এই মহিলা ফিদে মাস্টার।

সাড়ে ৬ করে পয়েন্ট নিয়ে শেষ করেছেন নোশিন আঞ্জুম, জান্নাতুল ফেরদৌস ও কাজী জারিন তাসনিম।

জাকিয়া সুলতানা, জাকিয়া হক ও ওয়াদিফা আহমেদ-এই তিন দাবাড়ু শেষ করেছেন ৬ করে পয়েন্ট নিয়ে।

রোল অব অনার

সাল চ্যাম্পিয়ন

১৯৭৯ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৮০ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৮১ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৮২ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৮৩ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৮৪ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৮৫ ইয়াসমীন বেগম

১৯৮৬ ইয়াসমীন বেগম

১৯৮৮ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৮৯ মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা

১৯৯০ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৯১ মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন

১৯৯২ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৯৩ মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা

১৯৯৪ মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন

১৯৯৫ মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা

১৯৯৬ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৯৭ মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা

১৯৯৮ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৯৯ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

২০০০ মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা

২০০১ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

২০০২ মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা

২০০৩ মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা

২০০৪ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

২০০৫ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা

২০০৬ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

২০০৭ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

২০০৮ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

২০০৯ মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন

২০১০ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা

২০১১ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

২০১২ মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন

২০১৪ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা

২০১৫ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা

২০১৬ মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা

২০১৭ মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন

২০১৮ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৮৭ ও ২০১৩ সালে প্রতিযোগিতা হয়নি।