স্পটকিকের সিদ্ধান্ত নেইমার-কাভানির ওপরই ছাড়ছেন কোচ

পিএসজিতে কারা স্পটকিক নেবে সেটার ব্যাপারে নিজে কোনো সিদ্ধান্ত নিতে চান না কোচ টমাস টুখেল। বিষয়টা নেইমার ও এদিনসন কাভানির ওপরই ছেড়ে দিচ্ছেন নতুন কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2018, 02:11 PM
Updated : 17 August 2018, 02:11 PM

গত মৌসুমে কয়েকটি ম্যাচে স্পটকিক নেওয়াকে কেন্দ্র করে মতভেদ দেখা দেয় নেইমার ও এদিনসন কাভানির মাঝে। পিএসজির হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডের দ্বারপ্রান্তে এসে নেইমারের কারণে অপেক্ষা বেড়েছিল কাভানির।

জানুয়ারিতে লিগ ওয়ানের ম্যাচে দিজোঁর বিপক্ষে একটি গোল করে পিএসজির সাবেক খেলোয়াড় জ্লাতান ইব্রাহিমোভিচের ১৫৬ গোলের রেকর্ডে ভাগ বসান কাভানি। ওই ম্যাচেই রেকর্ডটি নিজের করে নিতে পারতেন আরেকটি গোল পেলেই। কিন্তু সতীর্থকে সেই সুযোগ দেননি নেইমার।

ম্যাচের শেষ দিকে পাওয়া স্পটকিকটি কাভানিকে না দিয়ে নিজে নেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। উদারতা না দেখানোয় চার গোল করেও ম্যাচ শেষ সমর্থকদের দুয়ো শুনতে হয়েছিল বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে।   

লিগ ওয়ানে শনিবার গ্যাঁগোঁর মাঠে খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ম্যাচটির আগের দিন সংবাদ সম্মেলনে ক্লাবটির নতুন কোচ টুখেল জানালেন, স্পটকিক নিয়ে নেইমার-কাভানির দ্বন্দ্বটা তার জানা।

"আমি বাইরে থেকে লক্ষ্য করেছিলাম, গত মৌসুমে এটা নিয়ে একটা সমস্যা ছিল।"

"শুনতে সরল মনে হতে পারে, আমি এখনও বিশ্বাস করি খেলোয়াড়দের নিয়েই আমরা সমাধান খুঁজে পাব।"

"উদ্দেশ্য হলো খেলোয়াড়দের নিয়ে সমাধান খুঁজে পাওয়া। গোল করতে মুখিয়ে থাকা খেলোয়াড়দের পেয়ে আমি খুশি।"