উয়েফা সুপার কাপের হারে পরিকল্পনা বদলাবে না রিয়াল

উয়েফা সুপার কাপে আতলেতিকো মাদ্রিদের কাছে হারে রিয়াল মাদ্রিদ নিজেদের পরিকল্পনায় পরিবর্তন আনবে না বলে জানিয়েছেন দলটির নতুন কোচ হুলেন লোপেতেগি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2018, 10:09 AM
Updated : 16 August 2018, 10:09 AM

এস্তোনিয়ার তালিনে বুধবার ৪-২ গোলে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে হারে রিয়াল।

সংবাদ মাধ্যমে খবর, ঠিকানা বদলাতে চান চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের মাঝ মাঠের মূল কারিগর লুকা মদ্রিচ। বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী মিডফিল্ডারের প্রতি আগ্রহ আছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের।

ইউরোপের সবচেয়ে বেশি খরচ করা ক্লাবগুলির মধ্যে অন্যতম রিয়াল চলতি দল-বদলে এখন পর্যন্ত বড় কোনো তারকাকে দলে টানেনি। অবশ্য ইউভেন্তুসে যাওয়া ক্রিস্তিয়ানো রোনালদোর বিকল্প হিসেবে বেলজিয়ামের এদেন আজার, আর্জেন্টিনার মাউরো ইকার্দি ও পোলিশ ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কির নাম সংবাদ মাধ্যমে এসেছে।

তবে সুপার কাপের হারে তড়িঘড়ি করে কোনো খেলোয়াড় কেনার ইচ্ছে নেই বলে জানান লোপেতেগি।

“এই ফাইনালের জন্য ক্লাবের ক্রীড়া নীতির কোনো পরিবর্তন আসেনি। এখন লা লিগা শুরু হচ্ছে, যা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা শিরোপা। আমাদের ভালোভাবে শুরু করতেই হবে।”

“সুবিধা নেওয়া যেতে পারে এমন ভুল থেকেই ফাইনালে পার্থক্য তৈরি হয়। আর আতলেতিকো এগুলো কাজে লাগাতে দক্ষ। আমাদের তাদেরকে অভিনন্দন জানাতেই হবে, কারণ তারা যোগ্য দল হিসেবে জিতেছে।”