‘রোনালদোকে নিয়ে জুয়া খেলেছে ইউভেন্তুস’

ক্রিস্তিয়ানো রোনালদোকে কিনে ইউভেন্তুস ঝুঁকি নিয়েছে বলে মনে করেন নাপোলির সভাপতি আউরেলিও দি লাউরেন্তিস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2018, 12:42 PM
Updated : 31 July 2018, 12:42 PM

সেরি আ চ্যাম্পিয়নদের আগে পর্তুগিজ ফরোয়ার্ডকে কেনার সুযোগ পেলেও নাপোলির জন্য তা অর্থপূর্ণ হতো না বলে মনে করেন তিনি।

“ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকা একজন খেলোয়াড়ের জন্য এত বেশি অর্থ খরচ করাটা ঝুঁকিপূর্ণ। ভুলে যাবেন না, রোনালদোর বয়স হয়েছে এবং ক্লাবের আর্থিক দিক বিবেচনায় তারা একটা জুয়া খেলেছে।”

“দেখা যাক, শেষ পর্যন্ত তাদের ব্যবসায়িক সাফল্য তাদের ক্রীড়া সাফল্যকে ছাপিয়ে যায় কি-না।”

রোনালদোকে পেতে তার এজেন্ট জোর্জে মেন্দেসকে প্রস্তাব দেওয়ার কথাও জানান দি লরেন্তিস।

“আমি মেন্দেসকে যে প্রস্তাব দিয়েছিলাম তাতে আয়ের প্রথম ২৫ কোটি ইউরো নাপোলি নিত। আর পরের দশ কোটি রোনালদো নিতে পারত। কিন্তু তারপরই ইউভেন্তুস এসে গেল।”

ইউভেন্তুসের হয়ে সোমবার প্রথম অনুশীলনে অংশ নেন ১১ রোনালদো। ১২ অগাস্ট ঘরের মাঠে এক প্রীতি ম্যাচের মধ্য দিয়ে নতুন ক্লাবে অভিষেক হতে পারে পর্তুগাল অধিনায়কের।