রোনালদোর 'শূন্যতা পূরণ করতে পারবে' বেল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2018 04:26 PM BdST Updated: 31 Jul 2018 04:26 PM BdST
ক্রিস্তিয়ানো রোনালদো চলে যাওয়ায় রিয়াল মাদ্রিদে যে শূন্যতা সৃষ্টি হয়েছে গ্যারেথ বেল তা পূরণে সহায়তা করতে পারবে বলে মনে করেন ক্লাবটির নতুন কোচ হুলেন লোপেতেগি।
সাবেক কোচ জিনেদিন জিদানের অধীনে গত মৌসুমে রিয়ালের শুরুর একাদশে বেল নিয়মিত জায়গা পেতে ব্যর্থ হওয়ায় তার সান্তিয়াগো বের্নাবেউ ছাড়া নিয়ে গুঞ্জন ওঠে।
তবে সম্প্রতি রিয়ালের হয়ে দীর্ঘ নয় বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ইউভেন্তুসে পাড়ি জমান রোনালদো। অনেকের মতে, পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের চলে যাওয়াটা বেলের জন্য ইতিবাচক হবে।
বেল প্রসঙ্গে লোপেতেগি বলেন, "গ্যারেথ রিয়াল মাদ্রিদে খেলে খুশি।"
"রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ইতিহাসে ক্রিস্তিয়ানো রোনালদো সেরা খেলোয়াড়দের একজন। সে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিল এবং আমরা তাকে অনুমতি দেই।"
"গ্যারেথ বেল অনেক মেধাসম্পন্ন দুর্দান্ত এক খেলোয়াড়। সে এই শূন্যতা পূরণে সহায়তা করতে পারবে।"
২০১৩ সালে টটেনহ্যাম হটস্পার থেকে আট কোটি ৭০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে রিয়ালে নাম লেখানো বেলের অর্জনের ঝুলি বেশ সমৃদ্ধ হয়ে উঠেছে। ক্লাবটির হয়ে চারবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। মে মাসে প্রতিযোগিতাটির সবশেষ ফাইনালে কিয়েভে লিভারপুলের বিপক্ষে রিয়ালের ৩-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন এই উইঙ্গার।
অনুশীলনে ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমার সঙ্গে বেল খুব ভালো করছে বলে জানালেন লোপেতেগি। বর্তমান দলটাকে মৌসুমের শুরু থেকেই পেতে চান তিনি।
গুঞ্জন আছে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে যেতে পারেন ২৯ বছর বয়সী বেল। তবে তেমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন স্পেনের সাবেক কোচ লোপেতেগি।
"এটা তার প্রতিভা দেখানোর দারুণ এক সুযোগ। সে দলের সঙ্গে আছে। সে সুখে আছে এবং আমাদের লক্ষ্যগুলোর সঙ্গেই আছে।"
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে