হকিতে কোরিয়ার সঙ্গে ড্র বাংলাদেশের

দক্ষিণ কোরিয়ায় অবশেষে হারের বৃত্ত থেকে বেরিয়ে এল বাংলাদেশ জাতীয় হকি দল। টানা তিন হারের পর স্বাগতিকদের সঙ্গে চতুর্থ প্রস্তুতি ম্যাচে ৩-৩ ড্র করেছে গোবিনাথান কৃষ্ণমুর্তির শিষ্যরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2018, 01:42 PM
Updated : 30 July 2018, 01:42 PM

ড্র ম্যাচে পেনাল্টি কর্নার থেকে দুটি গোল করেন খোরশেদুর রহমান। অপর গোলটি পুস্কর ক্ষীসা মিমোর।

সোমবার প্রথম কোয়ার্টারে সপ্তম মিনিটে খোরশেদ পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয় কোয়ার্টারে অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকেই সমতায় ফেরে কোরিয়া।

তৃতীয় কোয়ার্টারে খোরশেদ ফের পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে নেন। চতুর্থ কোয়ার্টারের ষষ্ঠ মিনিটে মিমোর ফিল্ড গোলে ব্যবধান ৩-১ করে নেয় বাংলাদেশ। কিন্তু পরে দুই গোল শোধ করে হার এড়ায় কোরিয়া।

প্রথম প্রস্তুতি ম্যাচে ৩-২ গোলে এবং দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৫-২ গোলে হেরেছিল বাংলাদেশ। তৃতীয় প্রস্তুতি ম্যাচে হারের ব্যবধান ছিল আরও বেশি; ৬-০ গোল।

এশিয়ান গেমস সামনে রেখে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পাঁচ প্রস্তুতি ম্যাচের সিরিজে আগামী মঙ্গলবার পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।