‘বেশি অর্থের জন্য ইতালিতে রোনালদো’

ক্রিস্তিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউভেন্তুসে পাড়ি জমানোর পেছনে স্পেনের কড়া কর ব্যবস্থা থাকতে পারে বলে মনে করেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2018, 10:02 AM
Updated : 20 July 2018, 10:02 AM

রিয়ালের সঙ্গে নয় বছরের সম্পর্ক চুকিয়ে ১১ কোটি ২০ লাখ ডলার ট্রান্সফার ফিতে সেরি আর চ্যাম্পিয়ন ইউভেন্তুসে যোগ দিয়েছেন রোনালদো।

সান্তিয়াগো বের্নাবেউ ছেড়ে যাওয়ার কারণ হিসেবে অবশ্য রোনালদো রিয়ালের ওয়েবসাইটে নিজের ক্যারিয়ারের এই বয়সে নতুন চ্যালেঞ্জ নেওয়ার কথা জানান। তবে মার্কা টিভিকে তেবাস জানান তার মনে হচ্ছে এর পেছনে আর্থিক কারণও আছে।

“সে এখানের চেয়ে ইতালিতে বেশি টাকা আয় করবে।”

“আমি মনে করি, ওই আর্থিক কারণ তাকে ইতালিতে যেতে অনুপ্রাণিত করেছে। স্পেনে আর্থিক বিষয়গুলো নিয়ে আমাদের একটা সমস্যা আছে। বড় লিগগুলোর মধ্যে স্পেনে খেলোয়াড়রা সবচেয়ে বাজে কর পরিস্থিতিতে পড়ে।”

“বিষয়টা এমন নয় যে অন্য কোথাও এই করের হার খুবই কম কিন্তু আপনি যখন একটা বড় অঙ্কের আয় করবেন, তখন এই ছোট পার্থক্যগুলোও খেলোয়াড়দেরকে কাছে অনেক বেশি অর্থ হয়ে দাঁড়ায়।”

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো চার বছরের চুক্তিতে ইউভেন্তুসে যোগ দেন।