মেসির সঙ্গে সেরার লড়াই চলবে রোনালদোর

রিয়াল মাদ্রিদে নয় বছরের ক্যারিয়ারের ইতি টেনে সেরি আর দল ইউভেন্তুসে যোগ দিলেও লিওনেল মেসির সঙ্গে তুলনা পিছু ছাড়ছে না ক্রিস্তিয়ানো রোনালদোর। পর্তুগিজ তারকা নিজেও মনে করছেন একই লিগে না খেললেও মেসির সঙ্গে তার তুলনাটা চলবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2018, 11:45 AM
Updated : 17 July 2018, 11:49 AM

১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে চার বছরের চুক্তিতে ইউভেন্তুসে যোগ দেওয়া রোনালদোকে গত সোমবার বরণ করে নেয় ইতালিয়ান ক্লাবটির সমর্থকরা। সংবাদ সম্মেলনে এদিন জেকোর মতো ফরোয়ার্ডদের সঙ্গে গোল করার প্রতিযোগিতাটা কিভাবে নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, “আমি খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখি না।”

“অবশ্যই আমরা জিততে চাই। আমরা চেষ্টা করব এবং সব ম্যাচ জিতব। সেটাই বড় চ্যালেঞ্জ- অবশ্যই সেরা হওয়া এবং যতটা ভালো খেলা সম্ভব। আমার মতে এটা খুবই আকর্ষণীয় চ্যালেঞ্জ।”

পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেনে নেন, রিয়াল মাদ্রিদ ছাড়লেও মেসির সঙ্গে তার তুলনা চলবেই।

“সবাই মেসির সঙ্গে আমার দ্বন্দ্বের কথা বলছে। কিন্তু অবশ্যই আমরা আমাদের নিজেদের ম্যাচগুলো খেলব। প্রত্যেকে তাদের নিজস্ব ক্লাবের জন্য লড়ছে। আর আমিও তাই করব।”

“শেষ পর্যন্ত আমরা দেখব কে সেরা।”