উইম্বলডন চ্যাম্পিয়ন জোকোভিচ

দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে সরাসরি সেটে হারিয়ে চতুর্থবারের মতো উইম্বলডনের শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2018, 04:57 PM
Updated : 15 July 2018, 04:58 PM

রোববার পুরুষ এককের ফাইনালে অষ্টম বাছাই অ্যান্ডারসনকে ৬-২, ৬-২, ৭-৬ গেমে হারান দ্বাদশ বাছাই জোকোভিচ।

২০১৬ সালের ফরাসি ওপেনের পর প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন জোকোভিচ। ক্যারিয়ারে এটা তার ত্রয়োদশ গ্র্যান্ড স্ল্যাম জয়।

পুরুষ এককে বেশিবার গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় এতদিন অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় রয় এমারসনের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে ছিলেন জোকোভিচ। এবারের উইম্বলডন জিতে চতুর্থ স্থানটাকে নিজের করে নিলেন ৩১ বছর বয়সী তারকা।

২০টি গ্র্যান্ড স্ল্যাম নিয়ে শীর্ষে আছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। ১৭টি জিতে দ্বিতীয় স্থানে আছেন স্পেনের রাফায়েল নাদাল। তৃতীয় স্থানে থাকা সাবেক খেলোয়াড় যুক্তরাষ্ট্রের পিট সাম্প্রাসের শিরোপা ১৪টি।    

সোমবার প্রকাশ করা হবে টেনিসের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের নতুন তালিকা। উইম্বলডন জেতায় র‌্যাঙ্কিংয়েও উন্নতি হবে জোকোভিচের; শীর্ষ দশে উঠে আসবেন তিনি।

শনিবার মেয়েদের এককে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডন জেতেন জার্মানির আঞ্জেলিক কেরবার।