রেকর্ড গড়ে মাহরেজকে নিল ম্যানচেস্টার সিটি

নিজেদের রেকর্ড ভেঙ্গে ৬ কোটি পাউন্ডে লেস্টার সিটির ফরোয়ার্ড রিয়াদ মাহরেজকে দলে টেনেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2018, 08:17 AM
Updated : 11 July 2018, 08:17 AM

মঙ্গলবার এক বিবৃতিতে আলজেরিয়ার এই খেলোয়াড়ের সঙ্গে পাঁচ বছরের চুক্তির কথা জানায় সিটি। অবশ্য ট্রান্সফার ফি প্রকাশ করতে রাজি হয়নি ক্লাবটি।

ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ২৭ বছর বয়সি মাহরেজকে দলে পেতে ৬ কোটি পাউন্ড খরচ করতে হয়েছে তাদের। এর আগে গত জানুয়ারিতে আতলেতিকো মাদ্রিদ থেকে ৫ কোটি ৭০ লাখ পাউন্ডে ফরাসি ডিফেন্ডার এমেরিক লেপোর্তকে দলে টেনেছিল তারা। সেটাই ছিল ক্লাবটির খেলোয়াড় কেনায় সর্বোচ্চ অর্থ ব্যয়ের রেকর্ড।

২০১৬ সালে লেস্টারকে প্রিমিয়ার লিগ শিরোপা জিততে বড় অবদান রাখন মাহরেজ। ঐ মৌসুমে ১৭টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১১টি গোল করান তিনি। লেস্টার ও আলজেরিয়ার প্রথম ফুটবলার হিসেবে জিতেন পিএফএ-এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

সিটিতে যোগ দিতে পেরে খুশি লেস্টারের হয়ে ১৭৯ ম্যাচে ৪৮টি গোল করা মাহরেজ।

“সিটিতে যোগ দিতে পেরে আমি খুব সন্তুষ্ট। পেপ গুয়ার্দিওলার অধীনে তারা দারুণ ফুটবল খেলছে।”

“পেপ আক্রমণাত্মক ফুটবল খেলতে প্রতিজ্ঞাবদ্ধ যা আমার জন্য যথাযথ। শেষ মৌসুমে সিটির পারফরম্যান্স ছিলো অসাধারণ। তারা ইংলিশ ফুটবলকে নতুন করে সংজ্ঞায়িত করেছে এবং আমি এর একটা অংশ হতে চেয়েছিলাম।”

“আমি মনে করি আমরা আগামী বছরগুলোতে সফল হতে পারব। আমি বিশ্বাস করি, গুয়ার্দিওলার অধীনে নিজের খেলারও উন্নতি করতে পারব।”