বার্সেলোনা থেকে আবার চীনে পাওলিনিয়ো

বার্সেলোনা ছেড়ে এক মৌসুমের জন্য ধারে চাইনিজ সুপার লিগের ক্লাব গুয়াংজু এভারগ্রান্দে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনিয়ো। কাতালান ক্লাবটির অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2018, 06:45 AM
Updated : 9 July 2018, 06:45 AM

গত অগাস্টে গুয়াংজু থেকেই বার্সেলোনায় নাম লেখান পাওলিনিয়ো। অবশ্য এরনেস্তো ভালভেরদের অধীনে শুরুর একাদশে নিয়মিত ছিলেন না। গত মৌসুমে লা লিগা ও কোপা দেল রে জয়ী দলটির হয়ে ৩৪টি ম্যাচ খেলে ৯টি গোল করেন ২৯ বছর বয়সী এই খেলোয়াড়।

২০১৫ সালে প্রথমবারের মতো ইংলিশ ক্লাব টটেনহ্যাম থেকে গুয়াংজুতে যোগ দিয়েছিলেন পাওলিনিয়ো। দুই মৌসুমে দলটিকে দুটি লিগ শিরোপা জিততে সাহায্য করেন তিনি।

বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয় যে এক মৌসুমের জন্য ধারে পাওলিনিয়োকে হস্তান্তরের বিষয়ে দুই ক্লাব একটি চুক্তিতে পৌঁছেছে। চাইনিজ ক্লাবটি চাইলে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে কিনে নিতে পারবে, চুক্তিতে তেমন সুযোগও রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওলিনিয়োকে কাম্প নউয়ে তার অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছে বার্সেলোনা। একই সঙ্গে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের সাফল্য ও ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে তারা।