নেইমারকে প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার রিয়ালের

নেইমারকে দলে টানতে পিএসজিকে বিশ্ব রেকর্ড গড়া প্রস্তাব দেওয়ার কথা পুরোপুরি অস্বীকার করেছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2018, 08:22 AM
Updated : 3 July 2018, 08:29 AM

গত অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরোর বিশ্ব রেকর্ড গড়ে পাঁচ বছরের চুক্তিতে প্যারিসে পা রাখেন নেইমার। এক মৌসুম না যেতেই সংবাদ মাধ্যমের জোর গুঞ্জন দল ছাড়তে চান ২৬ বছর বয়সী এই ফুটবলার।

সোমবার স্পেনের সরকারি টেলিভিশন টিভিই-তে এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলিয়ান তারকাকে দলে টানতে পিএসজিকে ৩১ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ।

কিন্তু দ্রুতই এক বিবৃতিতে এই দাবি অস্বীকার করেছে মাদ্রিদের ক্লাবটি। নেইমার বা পিএসজি কাউকেই কোনো প্রস্তাব না দেওয়ার কথা জানিয়েছে তারা।

“আজ রাতে (সোমবার) টিভিই-তে দেওয়া পিএসজি ও নেইমারকে রিয়াল মাদ্রিদের কথিত প্রস্তাবের তথ্য পুরোপুরি মিথ্যা।”

“পিএসজি বা খেলোয়াড়ের (নেইমার) কাছে রিয়াল মাদ্রিদ কোনো রকমের প্রস্তাব দেয়নি।”

“রিয়াল মাদ্রিদ বিস্মিত যে স্প্যানিশ সরকারি টেলিভিশন কেউ দুই পক্ষের যে কারো সঙ্গে যোগাযোগ করে যাচাই না করে এমন পুরোপুরি ভুল তথ্য প্রচার করেছে।”

টেলিভিশনটির প্রতিবেদনে আরও বলা হয়েছিল, নেইমারকে বছরে ৪ কোটি ৫০ লাখ ইউরো বেতন দিবে রিয়াল।