বদলি খেলোয়াড়ের গোলে বেলজিয়ামের রেকর্ড

জাপানের বিপক্ষে শেষ ষোলোয় দুই গোলে পিছিয়ে পড়ার পর বেলজিয়ামকে জয় পেতে সাহায্য করেছে দুই বদলি মারোয়ান ফেলাইনি ও নাসের শাদলির গোল। আর এতেই হয়েছে নতুন রেকর্ড। এর আগে কখনো বিশ্বকাপের ইতিহাসে নক আউট পর্বে কোনো দলের দুইজন বদলি খেলোয়াড় গোলের দেখা পাননি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2018, 07:50 AM
Updated : 3 July 2018, 07:50 AM

রস্তোভ-অন-ডনে সোমবার দ্বিতীয়ার্ধের শুরুতেই গেনকি হারাগুচি ও তাকাসি ইনুইয়ের গোলে পিছিয়ে পড়ার পর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় বেলজিয়াম। পাঁচ মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠিয়ে ম্যাচে ফেরে রবের্তো মার্তিনেসের দল। ইয়ান ভার্টোনেন অসাধারণ এক হেডে ব্যবধান কমানোর পর সমতা আনেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার মারোয়ান ফেলাইনি। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কেভিন ডি ব্রুইনের ক্রসে জয়সূচক গোলটি করেন শাদলি।

আগামী শুক্রবার কাজান অ্যারেনায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে শেষ চারে ওঠার লড়াইয়ে নামবে বেলজিয়াম।