‘ইংল্যান্ডকে ভয় পায় না কলম্বিয়া’

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে কলম্বিয়াকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করেন দাভিদ অসপিনা। তবে তাতে দল ভীত নয় বলে জানান কলম্বিয়ার এই গোলরক্ষক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2018, 09:34 AM
Updated : 2 July 2018, 09:34 AM

মঙ্গলবার স্পার্তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইকে সামনে রেখে প্রতিপক্ষ ও নিজের দল নিয়ে কথা বলেন অসপিনা।
 
“চার বছর আগের চেয়ে এখন আমরা আরও ভালো দল। আমরা ঐক্যবদ্ধ, আরও অভিজ্ঞ এবং ব্রাজিল বিশ্বকাপে যেমনটা ছিলাম তার চেয়ে বেশি শক্তিশালী।”
 
“আমাদের অভিজ্ঞতা ও ভালো মান আছে। আমাদের খেলোয়াড়রা সেরা ক্লাবে, সেরা লিগে খেলে। তারা এ ধরনের বড় ম্যাচ খেলতে অভ্যস্ত। তাই কোনো কিছু আমাদের ভীত করতে পারবে না।”
 
অনেকের চোখে কলম্বিয়ার বিপক্ষে ফেভারিট ইংল্যান্ড। অসপিনাও সমীহ করছেন গ্যারেথ সাউথগেটের দলকে। তবে কলম্বিয়ার জন্যও সতীর্থরা সর্বোচ্চটুকু নিংড়ে দেবে বলে বিশ্বাস তার। রাশিয়ার আসরে বিশেষভাবে নজর কাড়া কলম্বিয়ার সমর্থকদের কাছ থেকেও অনুপ্রেরণা নিচ্ছেন এই গোলরক্ষক।
 
“ইংল্যান্ড একটা ভালো দল কিন্তু আমরা কার মুখোমুখি হব সেটা নিয়ে ভাবি না। আমরা শুধু জানি আমরা দেশের জন্য সবকিছু দিব এবং সমর্থকদের কাছ থেকে শক্তি সঞ্চয় করব।”
 
“আমরা সবসময় আমাদের দেশের জন্য সবটুকু দেই। কলম্বিয়ার হয়ে খেলাটা সম্মানের। সমর্থকদের সমর্থন আমাদের অনুপ্রেরণা। সারা বিশ্বের কলম্বিয়ানরা আছে কিন্তু এখানে। রাশিয়াতে তাদের সমর্থন পাওয়া আমাদের কাছে অনেককিছু।”
 
“আমাদের কাছে প্রতিটি ম্যাচে ঘরের মাঠে খেলার মতো মনে হচ্ছে। তারা খুব উল্লাস করে এবং অনেক রঙিন। আমরা সব সময় বাকিদের চেয়ে বেশি সমর্থক মাঠে পাই।”