মেসির ‘মুখ রক্ষা’

কাজানে যে হোটেলে উঠেছে আর্জেন্টিনা দল, সেখান থেকেই দেখা যায় পাশের একটি ভবনের দেয়াল জুড়ে আঁকা ক্রিস্তিয়ানো রোনালদোর ম্যুরাল। লিওনেল মেসির মুখ রক্ষা করতে তাই দ্রুত ভবনটিরই অন্য দেয়ালে আঁকা হয়েছে আর্জেন্টাইন তারকার মুখচ্ছবি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2018, 04:48 PM
Updated : 29 June 2018, 04:48 PM

শনিবার কাজান অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ৮টায় রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ফ্রান্স আগেই শেষ ষোলো নিশ্চিত করায় আগেভাগেই বুকিং দিয়ে রেখেছিল কাজানের মির‌্যাজ হোটেলে। নাইজেরিয়াকে হারিয়ে দেরিতে শেষ ষোলোর টিকিট পাওয়া আর্জেন্টিনাকে উঠতে হয়েছে রামাদা হোটেলে।

রামাদা হোটেল ছাড়া আর্জেন্টিনার অন্য কোথাও ওঠার সুযোগ ছিল না। মির‌্যাজ হোটেলের বাইরে একমাত্র এই হোটেলের সুযোগ-সুবিধা মানসম্পন্ন হওয়ায় বিশ্বকাপের দলগুলোর জন্য নির্দিষ্ট করে রেখেছিল আয়োজকরা।

এখানেই ২০১৭ সালের কনফেডারেশন্স কাপের সময় ছিল পর্তুগাল দল। রোনালদো যেন হোটেল রুম থেকে নিজের মুখচ্ছবি দেখতে পারেন, সেজন্য পাশের ভবনের দেয়াল জুডে আঁকা হয়েছিল ম্যুরাল। মেসি আসতেই তাই রাতারাতি কাছের আরেকটি দেয়ালে আঁকা হয়েছে তার ছবিও।