‘এক নয় বার্সেলোনা আর আর্জেন্টিনার মেসি’

লিওনেল মেসি একা দলকে জেতাতে পারবেন না। আর বার্সেলোনায় সতীর্থদের কাছ থেকে  যেমন সমর্থন পান তেমনটা জাতীয় দলে পাবেন না বলেও বিশ্বাস সামুয়েল উমতিতির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2018, 03:06 PM
Updated : 28 June 2018, 03:06 PM

এজন্যই ফ্রান্সের জয়ের সুযোগ দেখছেন এই ডিফেন্ডার।

আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় কাজানে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার পর ক্রোয়েশিয়া ম্যাচেও আলো ছড়াতে পারেননি বার্সেলোনা তারকা। তবে নাইজেরিয়ার বিপক্ষে গোল করে ছন্দে ফেরার আভাস দিয়েছেন।

ফরাসি সেন্টার ব্যাক উমতিতি গত দুই বছর ধরে কাম্প নউয়ে মেসির সতীর্থ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডেনমার্কের বিপক্ষে বিশ্রামে থাকার পর শনিবার তিনি দলে ফিরবেন বলে ধরে নেওয়া হচ্ছে।

“আমি তাকে প্রতিদিন দেখি। তাকে থামানো খুব কঠিন। তার অসাধারণ সব দক্ষতা আছে।”

“আমরা তাকে থামানোর চেষ্টা করব। কিন্তু এই আর্জেন্টিনা দলে সেই একমাত্র খেলোয়াড় নয়, তাদের আরও স্ট্রাইকার আছে।”

বার্সেলোনায় লুইস সুয়ারেসের মতো নির্ভরযোগ্য ফরোয়ার্ড থাকায় যথেষ্ট স্বাধীনভাবে খেলতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু জাতীয় দলে তারকা সমৃদ্ধ আক্রমণভাগ থাকলেও আর্জেন্টিনার সাফল্য অনেকটাই মেসির ওপর নির্ভর করে। সতীর্থ ফরোয়ার্ড গনসালো হিগুয়াইন শেষ আট ম্যাচে কোনো গোল করতে পারেননি।

বার্সেলোনার হয়ে ক্লাব পর্যায়ের প্রায় সব শিরোপা জেতা ৩১ বছর বয়সী মেসির জাতীয় দলের হয়ে এ পর্যন্ত কোনো শিরোপা নেই।

“আর্জেন্টিনা দলের মেসি বার্সেলোনার চেয়ে ভিন্ন।”

“তার সতীর্থরা এক নয় এবং তাদের খেলার ধরন আলাদা। কিন্তু অনেক বার সে তাদের রক্ষা করেছে।… কিন্তু সে একা সবকিছু করতে পারবে না।”