এশিয়ান কাপ পর্যন্ত সৌদি আরবের কোচ পিস্সি

বিশ্বকাপ অভিযান শেষে কোচ হুয়ান আন্তোনিও পিস্সির সঙ্গে নতুন চুক্তি করেছে সৌদি আরবের ফুটবল ফেডারেশন। ২০১৯ এশিয়ান কাপের শেষ পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন এই আর্জেন্টাইন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2018, 01:54 PM
Updated : 27 June 2018, 01:58 PM

২০১৭ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়া পিস্সির অধীনে রাশিয়া বিশ্বকাপে অংশ নেয় সৌদি আরব। গ্রুপ পর্ব থেকেই অবশ্য বিদায় নিয়েছে এশিয়ার দলটি। তবে গত সোমবার 'এ' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মিশরের বিপক্ষে সৌদি আরবের পারফরম্যান্স ছিল বেশ নজরকাড়া। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

তবে আগের দুই ম্যাচে স্বাগতিক রাশিয়ার কাছে ৫-০ ও উরুগুয়ের কাছে ১-০ গোলে হারায় এ জয় কোনো কাজে দেয়নি দেশটির।

সৌদি আরবের কোচ হয়ে আসার আগে চিলির দায়িত্বে ছিলেন পিস্সি। তার অধীনে ২০১৭ সালে কনফেডারেশন্স কাপের ফাইনাল খেলে দক্ষিণ আমেরিকার দেশটি। কিন্তু দলটি বিশ্বকাপের টিকেট পেতে ব্যর্থ হলে পদত্যাগ করেন পিস্সি।

২০১৯ সালের জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এএফসি এশিয়ান কাপের সপ্তদশ আসর।