জার্মানি নয়, ব্রাজিলের ভাবনা এখন সার্বিয়া ম্যাচ ঘিরে

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় উঠলে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে জার্মানি। তবে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে সামনে রেখে ব্রাজিল কোচ তিতে জানিয়েছেন, আপাতত গ্রুপের শেষ ম্যাচ নিয়ে ভাবছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2018, 08:40 PM
Updated : 26 June 2018, 08:40 PM

মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

২০১৪ সালে নিজেদের মাঠে হওয়া বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে গিয়েছিল ব্রাজিল। আগের দিনের সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তিতে জানান শুধু সার্বিয়া ম্যাচ নিয়ে ভাবার কথা।

“আমরা এটা (শেষ ষোলোর সম্ভাব্য প্রতিপক্ষ) নিয়ে ভাবতে পারি না এবং আমরা ভাবছিও না। এটা আপনাদের নিশ্চিত করে বলতে পারি।”

“এই প্রতিযোগিতা যে দলগুলো নিয়ে হচ্ছে, তারা সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হচ্ছে।”

“আমাদের পরের ম্যাচের প্রতিপক্ষ সার্বিয়া, যাদের আলেক্সান্দার কোলারভ, ব্রানিস্লাভ ইভানোভিচ, মিলিনকোভিচ-সেভিচ, মিত্রোভিচ এবং নেমানিয়া মাতিচের মতো মানসম্পন্ন খেলোয়াড় আছে।”

“(শেষ ষোলোয়) যেই আসুক, আমরা যতক্ষণ পর্যন্ত এগিয়ে যাওয়ার যোগ্য তাদের আসতে দিন।”