সুয়ারেসের প্রশংসায় স্তুয়ানি

লুইস সুয়ারেসকে বিশ্ব সেরা ফরোয়ার্ডদের একজন বলে মনে করেন উরুগুয়ে দলে তার সতীর্থ ক্রিস্তিয়ান স্তুয়ানি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2018, 07:37 AM
Updated : 24 June 2018, 07:37 AM

রস্তোভ-অন-ডনে বুধবার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে দলের একমাত্র গোলটি করেন উরুগুয়ের হয়ে শততম ম্যাচ খেলতে নামা সুয়ারেস।

৫২ গোল করে এরই মধ্যে আন্তর্জাতিক ফুটবলে দেশের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাওয়া সুয়ারেসের উপস্থিতি দলে গুরুত্বপূর্ণ বলে জানান স্তুয়ানি।

“আমাদের জন্য লুইসের দলে থাকাটা সত্যি গুরুত্বপূর্ণ। কারণ সে একজন বিশ্বমানের খেলোয়াড়। সে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একজন স্ট্রাইকার এবং সে এখানে আমাদের সাথে আছে।”

“এমন ছন্দে থেকে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারা একই সাথে খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন। এ জন্য নিঃসন্দেহে তাকে অনেক চেষ্টা ও আত্মত্যাগ করতে হয়েছে।”

“আমরা তাকে নিয়ে দারুণ খুশি। শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে সে গোল করতে পেরেছে এবং গোলটি তাকে ও দলকে সাহায্য করবে।”

“বিশ্ব মানের সব খেলোয়াড়কে পেয়ে আমরা সৌভাগ্যবান। তারা দলকে শক্তিশালী করেছে এবং আমাদের সঙ্গে অনেক কিছু আদান-প্রদান করেছে। আশা করি, সুয়ারেস নিজের সেরাটা দেওয়া চালিয়ে যাবে।”

সামারায় সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় রাশিয়ার বিপক্ষে গ্রুপ সেরার লড়াইয়ে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে গ্রুপ ‘এ’ থেকে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে রাশিয়া ও উরুগুয়ে। দুটি করে ম্যাচ হারায় বিদায় নিশ্চিত হয়েছে অন্য দুই দল সৌদি আরব ও মিশরের।