রোনালদোয় অনুপ্রাণিত রাশফোর্ড

চলতি রাশিয়া বিশ্বকাপে ক্রিস্তিয়ানো রোনালদোর পারফরম্যান্সে নজর রাখছেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। পর্তুগিজ ফরোয়ার্ডের খেলা থেকে অনুপ্রেরণা নিতে চান ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2018, 07:34 AM
Updated : 23 June 2018, 07:34 AM

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় নিজনি নভগোরোদে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামার বিপক্ষে খেলবে ইংল্যান্ড। এই ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে ২০ বছর বয়সী রাশফোর্ডকে।

প্রস্তুতি ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে আলো ছড়ান রাশফোর্ড। এবারে বিশ্ব মঞ্চেও দেখাতে চান নিজের সেরাটা।

“সম্ভবত আমি বলবো, এই টুর্নামেন্টে রোনালদো আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন।”

“পর্তুগাল ও স্পেনের ম্যাচটিই সেরা। কারণ তিনি সত্যি অবিশ্বাস্য সব মুহূর্ত সৃষ্টি করছিলেন এবং তার চেয়ে ভালো অনুপ্রেরণা কিছু হতে পারে না।”

“থুতনিতে দাড়ি বা গোল যা কিছুই হোক রাশিয়ায় সব চোখ রোনালদোর উপরে।”

রোনালদোর মতো ফ্রি-কিক নেওয়ার কৌশলও রপ্ত করতে চান রাশফোর্ড।

“আমি অনুশীলন মাঠে যাই, একই ধরনের ফ্রি-কিক নেওয়ার চেষ্টা করি।”

“তার চোখে মুখে আত্মবিশ্বাস; তিনি দৃঢ়প্রতিজ্ঞ এবং নিশ্চিত মনে হয় যে তিনি গোল করবেন। বিশ্বকাপ সবচেয়ে চাপের জায়গা এবং তিনি এমনভাবে নিচ্ছেন যেন এটা কিছুই না।”

“তিনি কি বিশ্বের সেরা খেলোয়াড়? আমি তাই বলবো। তিনি শুধু এটা ধরেই রাখছেন না, নিজেকে আরও উঁচুতে নিয়ে যাচ্ছেন। ঐ মাত্রায় পৌঁছাতে বছরের পর বছর অনুশীলনে প্রতিটা দিন কঠোর পরিশ্রম করতে হয়েছে।”

“কোনো কিছুই নেই যা তাকে ম্যাচে নামা থেকে আটকাতে পারে এবং সেটাই তার মানসিকতা।”