‘এখনও বিশ্বকাপ জিততে পারে জার্মানি’

মেক্সিকোর কাছে অপ্রত্যাশিতভাবে হারলে কি হবে, জার্মানি এখনও বিশ্বকাপ জিততে পারে বলে মনে করেন দলটির ফরোয়ার্ড টিমো ভের্নার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2018, 01:12 PM
Updated : 18 June 2018, 01:12 PM

মস্কোয় ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচে রোববার ১-০ গোলে মেক্সিকোর কাছে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় সোচিতে সুইডেনের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ইওয়াখিম লুভের শিষ্যরা। ভের্নারের বিশ্বাস ঘুরে দাঁড়াতে পারবে তার দল।

“অবশ্যই আমরা এখনও বিশ্বকাপ জিততে পারি। আমরা জার্মানি এবং আমরা প্রতিটি ম্যাচই জিততে চাই, সেটা পরিষ্কার। এ ধরনের ঘটনা ঘটতে পারে, আপনি একটা ম্যাচ হারতে পারেন। কিন্তু এখন যত দ্রুত সম্ভব আপনাকে ঘুরে দাঁড়াতে হবে এবং সেরা সমাধানটা খুজে বের করতে হবে।”

“চতুর্থ বা পঞ্চম ম্যাচে হারের চেয়ে প্রথম ম্যাচে হার ভালো। দক্ষিণ আফ্রিকায় স্পেন বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ হেরেছিল এবং চ্যাম্পিয়ন হয়ে শেষ করেছিল। এখন আমাদের যা করতেই হবে তা হলো সুইডেনের বিপক্ষে পরের ম্যাচে জয়।”