ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মাসচেরানোর

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে জয় না পাওয়াকে একটা বাজে দিন হিসেবেই দেখছেন হাভিয়ের মাসচেরানো। পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চান আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2018, 07:57 AM
Updated : 17 June 2018, 07:57 AM

মস্কোয় শনিবার ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের ১৯তম মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম গোলে দলকে এগিয়ে নেন সের্হিও আগুয়েরো। চার মিনিটের মধ্যে আলফ্রেদ ফিনবোগাসন স্কোর করলে ম্যাচে সমতা ফেরায় আইসল্যান্ড। বিরতির পর আইসল্যান্ডের গোলরক্ষক হলদোরসন ডানদিকে ঝাঁপিয়ে মেসির স্পট কিক ঠেকিয়ে দিলে জয় পায়নি হোর্হে সাম্পাওলির দল।

প্রথমার্ধে একা মাসচেরানোর সমান ৭০টি পাসও দিতে পারেনি আইসল্যান্ড। জনসংখ্যার দিক থেকে বিশ্বকাপের সবচেয়ে ছোট দেশটির অতি রক্ষণাত্মক মানসিকতারও সমালোচনা করেন বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার।

“এটা সেরা অনুভূতি নয়। আমরা জিততে চেয়েছিলাম। আমরা সবকিছুই চেষ্টা করেছি, পারিনি। প্রথম ম্যাচ খেলা কখনোই সহজ নয়। কিন্তু প্রতিকূলতা সত্ত্বেও আমাদেরকে স্বাভাবিকভাবে চলতে হবে।”

“এই কেবল শুরু, এটা পতনের অনুমতি দেয় না। কিন্তু এটা আমাদের দিন হয়নি।”

“আমরা জানতাম খেলোয়াড়দের নিচে নামিয়ে আঁটসাঁটভাবে রক্ষণ সামলানো একটা প্রতিপক্ষর বিপক্ষে খেলা কঠিন হবে।”

নিজেদের প্রথম ম্যাচে নিরাশ করলেও ভক্ত সমর্থকদের পাশেই পাবেন বিশ্বাস মাসচেরানোর।

“সমর্থকদের আমরা ধন্যবাদ দেব এবং চাইব তারা আমাদের সমর্থন করা অব্যহত রাখবেন। তাদেরকে আমাদের দরকার হবে।”

আগামী বৃহস্পতিবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে হারানো ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।