কারাদণ্ড-জরিমানা মেনে ‘রোনালদোর রফা’

বড় অঙ্কের কর ফাঁকির অভিযোগের বিষয়ে স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদো সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছে স্পেনের একটি পত্রিকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2018, 06:17 PM
Updated : 15 June 2018, 06:17 PM

স্প্যানিশ দৈনিক এল মুন্দো জানায়, ১ কোটি ৮৮ লাখ ইউরো জরিমানা দিতে রাজি হয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। একই সঙ্গে মেনে নিয়েছেন দুই বছরের স্থগিত কারাদণ্ড।

গত বছর স্পেনের সরকারি কৌসুলিরা রোনালদোর বিরুদ্ধে ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ আনে। তবে পর্তুগিজ অধিনায়ক নিজেকে নির্দোষ দাবি করেন।

সমঝোতা অনুযায়ী দুই বছরের কারাদণ্ড হতে পারে রোনালদোর। তবে ৩৩ বছর বয়সী ফুটবলারের হয়তো জেলে যেতে হবে না। কারণ, স্পেনে সহিংস অপরাধ না করলে দুই বছরের নিচে সাজার ক্ষেত্রে কারাবাস হয় না।

সমঝোতা চুক্তিতে অবশ্য এখনও সই করেননি আইনজীবীরা।

গত বছর বার্সেলোনা তারকা লিওনেল মেসিকেও কর ফাঁকির দায়ে ২১ মাসের কারাদণ্ড দিয়েছিল স্পেনের একটি আদালত। তবে স্পেনের আইনে জরিমানা দিয়ে এ ধরনের কারাবাস এড়ানো যায়। এড়িয়েছিলেন মেসিও। আর্জেন্টাইন অধিনায়কের দেখানো পথ ধরে হাঁটতে পারেন রোনালদো।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় আছেন তিন নম্বরে।

পর্তুগালের হয়ে বিশ্বকাপে খেলতে রাশিয়ায় রয়েছেন তিনি।