ফিরমিনোর সঙ্গে ‘লড়াই’ উপভোগ করছেন জেসুস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jun 2018 04:08 PM BdST Updated: 15 Jun 2018 04:08 PM BdST
ব্রাজিল একাদশে আক্রমণভাগে একাদশে জায়গা পাওয়া নিয়ে ফিরমিনোর সঙ্গে লড়াইটা উপভোগ করেন বলে জানিয়েছেন গাব্রিয়েল জেসুস।
সদ্য সমাপ্ত মৌসুমটা লিভারপুলের জার্সিতে দারুণ কেটেছে ফিরমিনোর। ইংলিশ প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে করেছেন ২৭ গোল। চোটের কারণে অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন জেসুস। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির হয়ে করেছেন ১৭ গোল।
তবে বিশ্বকাপের বাছাইপর্বে দলের সর্বোচ্চ গোলদাতা এই ২১ বছর বয়সী জেসুস। প্রস্তুতি ম্যাচগুলোতেও শুরুর একাদশে তার ওপরই ভরসা রেখেছেন ব্রাজিল কোচ তিতে।
বুধবার সংবাদ সম্মেলনে আক্রমণভাগে জায়গা পাওয়া নিয়ে ফিরমিনোর চলা লড়াই নিয়ে কথা বলেন জেসুস।
“আমাকে এরই মধ্যে এটা নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। আমি যতটা সম্ভব বিষয়টা পরিষ্কার করব। শুরুর একাদশে থাকতে পারে এমন দুইজন সেন্টার ফরোয়ার্ড থাকাটা আমাদের দলের একটা সুবিধা। এটা অন্য পজিশনের বেলায়ও প্রযোজ্য।”
“এটা একটা ভালো প্রতিযোগিতা যা আমাদের উন্নতি করতে সাহায্য করে ও সবার জন্যই সুযোগ তৈরি করে।”
“তাই আমি খুব খুশি যে ফিরমিনো আমাদের সাহায্য করছে এবং তার আমার মতো দারুণ একটা মৌসুম কেটেছে। এটাই খুব গুরুত্বপূর্ণ। আমি সবসময়ই তাকে সমর্থন করবো।”
নিজেদের প্রথম ম্যাচে রবিবার বাংলাদেশ সময় রাত ১২টায় রস্তোভ অ্যারেনাতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ‘ই’ গ্রুপে ২২ জুন কোস্টা রিকা ও ২৭ জুন সার্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- শূন্যতেই শেষ তামিম
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন