ফিরমিনোর সঙ্গে ‘লড়াই’ উপভোগ করছেন জেসুস

ব্রাজিল একাদশে আক্রমণভাগে একাদশে জায়গা পাওয়া নিয়ে ফিরমিনোর সঙ্গে লড়াইটা উপভোগ করেন বলে জানিয়েছেন গাব্রিয়েল জেসুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2018, 10:08 AM
Updated : 15 June 2018, 10:08 AM

সদ্য সমাপ্ত মৌসুমটা লিভারপুলের জার্সিতে দারুণ কেটেছে ফিরমিনোর। ইংলিশ প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে করেছেন ২৭ গোল। চোটের কারণে অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন জেসুস। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির হয়ে করেছেন ১৭ গোল।

তবে বিশ্বকাপের বাছাইপর্বে দলের সর্বোচ্চ গোলদাতা এই ২১ বছর বয়সী জেসুস। প্রস্তুতি ম্যাচগুলোতেও শুরুর একাদশে তার ওপরই ভরসা রেখেছেন ব্রাজিল কোচ তিতে।

বুধবার সংবাদ সম্মেলনে আক্রমণভাগে জায়গা পাওয়া নিয়ে ফিরমিনোর চলা লড়াই নিয়ে কথা বলেন জেসুস।

“আমাকে এরই মধ্যে এটা নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। আমি যতটা সম্ভব বিষয়টা পরিষ্কার করব। শুরুর একাদশে থাকতে পারে এমন দুইজন সেন্টার ফরোয়ার্ড থাকাটা আমাদের দলের একটা সুবিধা। এটা অন্য পজিশনের বেলায়ও প্রযোজ্য।”

“এটা একটা ভালো প্রতিযোগিতা যা আমাদের উন্নতি করতে সাহায্য করে ও সবার জন্যই সুযোগ তৈরি করে।”

“তাই আমি খুব খুশি যে ফিরমিনো আমাদের সাহায্য করছে এবং তার আমার মতো দারুণ একটা মৌসুম কেটেছে। এটাই খুব গুরুত্বপূর্ণ। আমি সবসময়ই তাকে সমর্থন করবো।”

নিজেদের প্রথম ম্যাচে রবিবার বাংলাদেশ সময় রাত ১২টায় রস্তোভ অ্যারেনাতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ‘ই’ গ্রুপে ২২ জুন কোস্টা রিকা ও ২৭ জুন সার্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।