আবাহনী ও মেরিনার্সের বড় জয়

প্রিমিয়ার ডিভিশন হকির সুপার ফাইভে জয়ের ধারায় আছে আবাহনী লিমিটেড। এ পর্বে শুভসূচনা করেছে শিরোপাধারী মেরিনার ইয়াংসও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2018, 12:38 PM
Updated : 2 June 2018, 12:38 PM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শনিবার প্রথম ম্যাচে অ্যাজাক্স এসসিকে ৭-২ গোলে হারায় আবাহনী। ১৩ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট তাদের। দ্বিতীয় ম্যাচে সোনালী ব্যাংক এসসিকে ৬-১ গোলে হারানো মেরিনার ইয়াংসের পয়েন্টও ৩৩; তবে তারা আবাহনীর চেয়ে এক ম্যাচ কম খেলেছে। ১২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই আবাহনীকে চমকে দেয় অ্যাজাক্স। হারমানদিপের ফিল্ড গোলে এগিয়ে যায় দলটি। পিছিয়ে পড়ার পর আবাহনীর খেলায় ছন্দ ফেরে। অষ্টাদশ মিনিটে মাঝ মাঠ থেকে কৃষ্ণ কুমারের বাড়ানো বল ধরে চার-পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো হিটে দলকে সমতায় ফেরান তাজউদ্দিন আহমেদ।

দুই মিনিট পর  মোহাম্মদ মহসিনের ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী। ৩১তম মিনিটে তাজউদ্দিনের দ্বিতীয় গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার ধরে রেখে চার গোল তুলে নেয় আবাহনী। ৪৫ মিনিটে রোমান সরকারের ফিল্ড গোল আর দুই মিনিট পর পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলাম লক্ষ্যভেদ করলে আবাহনীর জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। ৫৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ৬-১ করেন আশরাফুলই।

শেষ দিকে রাহাত সারোয়ার অ্যাজাক্সকে দ্বিতীয় গোল এনে দেন। কিন্তু রোমানের ৬৪তম মিনিটের ফিল্ড গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। 
নিলয়ের হ্যাটট্রিকে মেরিনার্সের জয়
দিনের দ্বিতীয় ম্যাচে হাসান যুবায়ের নিলয়ের হ্যাটট্রিকে সুপার ফাইভে দারুণ শুরু পেয়েছে মেরিনার্স। প্রথম মিনিটে পাওয়া পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে এগিয়ে যায় মেরিনার্স। পুস্কর ক্ষীসা মিমোর পুশ নাইম উদ্দিন স্টপ করার পর মোহাম্মদ জুলহাইরির হিট ঠিকানা খুঁজে পায়। ২৪তম মিনিটে নিলয়ের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয়।
দুই গোল হজমের পর সোনালী ব্যাংক ম্যাচে ফেরে ৩৬তম মিনিটে। দ্বীন ইসলাম ইমন পেনাল্টি স্ট্রোক থেকে স্কোরলাইন ২-১ করেন। এর পর একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে পড়তে থাকে সোনালী ব্যাংক। ৪৯তম মিনিটের পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়িয়ে নেয় মেরিনার্স। জুলহাইরির পুশ রেজাউল করিম বাবু স্টপ করার পর ফরহাদ আহমেদ সিটুলের হিট ঠিকানা খুঁজে পায়। তিন মিনিট পর আশরাফ সাইরে ফিল্ড গোলে বড় জয়ের পেছনে ছুটতে থাকে মেরিনার্স। ৫৬তম মিনিটের ফিল্ড গোলের পর যোগ করা সময়ে পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি মেরিনার্সের বড় জয় নিশ্চিত করেন নিলয়।