রিয়ালের সাথে যোগাযোগের গুঞ্জন উড়িয়ে দিলেন নেইমার

আসছে মৌসুমে নেইমার রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে পারেন বলে অনেক দিন ধরে গুঞ্জন চলছে। তবে সেসব 'অর্থহীন' বলে উড়িয়ে দিলেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2018, 11:50 AM
Updated : 28 May 2018, 11:50 AM

গত অগাস্টে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। ক্লাবটির সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি থাকলেও বেশ কিছু সংবাদ মাধ্যমের জোরাল দাবি, ২৬ বছর বয়সী এই খেলোয়াড় আসছে দল-বদলে চলে যেতে পারেন রিয়ালে। তার প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহ আছে বলেও খবরে এসেছে।     

পায়ের চোট কাটিয়ে তিন মাস পর মাঠে ফেরা নেইমারের লক্ষ্য এখন রাশিয়া বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হওয়া। তাই গুঞ্জনে মোটেও কান দিচ্ছেন না তিনি।

"লক্ষ্য এখন ব্রাজিল দল নিয়ে। তারা আজে বাজে কথা বলছে। এসব জবাব দেওয়ার মতো না।"  

চোটের কারণে এ মৌসুমের অনেক ম্যাচ খেলতে পারেননি নেইমার। তবে মাঠের বাইরে ছিটকে যাওয়ার আগ পর্যন্ত দারুণ ছন্দে ছিলেন আক্রমণভাগের এই খেলোয়াড়। পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় করেন ২৮ গোল।