এখনও শতভাগ ফিট নন নেইমার

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র তিন সপ্তাহ। কিন্তু এখনও শতভাগ ফিট নন চোট থেকে ফেরা ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেইমার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2018, 11:24 AM
Updated : 28 May 2018, 01:59 PM

রোববার সাংবাদিকদের নিজেই একথা জানান বর্তমানে জাতীয় দলের সঙ্গে থাকা এই তারকা ফরোয়ার্ড।

পিএসজির হয়ে গত ফেব্রুয়ারিতে লিগ ওয়ানের ম্যাচে পায়ের পাতার মেটাটারসাল হাড় ভাঙার পর থেকে খেলার বাইরে নেইমার। কদিন আগে অনুশীলনে ফেরা এই ফরোয়ার্ডের লক্ষ্য এখন রাশিয়া বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হওয়া।

৩ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে নেইমার খেলায় ফিরবে বলে আশা করছে ভক্ত-সমর্থকরা। কিন্তু এখনও পুরোপুরি ফিট হতে না পারায় ম্যাচটিতে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 

২৬ বছর বয়সী নেইমার সাংবাদিকদের বলেন, "আমি এখনও ১০০ ভাগ ফিট নই।"

"ফিটনেসটা সময়ের সঙ্গে সঙ্গে আসবে। যদিও নির্দিষ্ট কিছু নড়চড়া করতে গেলে কিছুটা অস্বস্তি থাকছেই। অবশ্য ফেরার আগে এখনও কয়েকটা দিন আছে।"

১৭ জুন রোস্তভে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ শুরু হবে ব্রাজিলের। 'ই' গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ কোস্টা রিকা ও সার্বিয়া। 

ফিটনেস নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করলেও খেলার জন্য প্রস্তুত আছেন বলে জানালেন নেইমার।

"আমি খেলার জন্য প্রস্তুত। আমাকে থামাতে পারে এমন কিছু নেই। তিন মাস মাঠের বাইরে থাকার কারণেই আমার ভয় ভয় লাগছে। তবে এটা আমাকে দমাতে পারবে না।"