রোনালদোর সমালোচকদের জিদানের সতর্কবার্তা

ক্রিস্তিয়ানো রোনালদোর সমালোচকদের সতর্ক করলেন জিনেদিন জিদান। বড় ম্যাচের চাপে পর্তুগিজ ফরোয়ার্ড ভেঙে পড়বেন এমনটা ভাবার আগে দুবার চিন্তা করা উচিত বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2018, 02:44 PM
Updated : 22 May 2018, 02:44 PM

আগামী শনিবার ইউক্রেনের কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রোনালদো দারুণ খেলবেন বলে প্রত্যাশা জিদানের।

টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো চলতি মৌসুমে ১২ ম্যাচে করেছেন ১৫ গোল। প্রথম খেলোয়াড় হিসেবে গ্রুপ পর্বের ছয় ম্যাচে গোল করার কীর্তি গড়েন। গড়েন টানা সর্বার্ধিক ম্যাচে গোল করার রেকর্ড। তবে ধারাবাহিকতায় ছেদ পড়ে সেমি-ফাইনালে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে জালের দেখা পাননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

শনিবার লা লিগায় নিজেদের শেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে দলের দ্বিতীয় গোলটি করেন গোড়ালির চোট থেকে ফেরা রোনালদো। লিভারপুলের বিপক্ষে কিয়েভের ফাইনালে রোনালদো জ্বলে উঠবেন না, এমনটা ভাবা বোকামি বলে মনে করেন জিদান।

লিভারপুলের হয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৪৪ গোল করা ফরোয়ার্ড মোহামেদ সালাহর সঙ্গে ৩৩ বছর বয়সী রোনালদোকে বিনিময় করতেও রাজি নন ফরাসি এই কোচ।

“না, আমার ক্রিস্তিয়ানো আছে। আমি আমার খেলোয়াড়দের নিয়ে কথা বলি।”

“একজন খেলোয়াড়ের কঠিন সময় আসতে পারে এটা ক্রিস্তিয়ানো জানে। এজন্যই সে সেরা। কিছু খেলোয়াড় চাপে খারাপ করে, বাকিরা ঠিক বিপরীত। সে তাদের একজন। আপনি যত তার সমালোচনা করবেন... সতর্ক থাকুন।”

নিজের দল নিয়ে ধারণা দিতে রাজি নন জিদান। তবে রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেলকে একই সাথে একাদশে রাখতে পারেন ইঙ্গিত দিয়েছেন রিয়াল কোচ। সাম্প্রতিক সময়ে ভালো খেলা ওয়েলস ফরোয়ার্ডের প্রশংসাও করেন জিদান।

বায়ার্ন ও আয়াক্সের পর তৃতীয় ক্লাব হিসেবে টানা তৃতীয়বারের মতো ইউরোপের সেরা দল হওয়ার হাতছানি রিয়াল মাদ্রিদের সামনে। অন্যদিকে, প্রতিপক্ষ লিভারপুল ২০০৭ সালের পর প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে পা রেখেছে। অনেকের দাবি শিরোপা জিততে বেশি মরিয়া থাকবে ইয়ুর্গেন ক্লপের দল। তবে এমন দাবি মানতে নারাজ জিদান।