জয়ে শেষ বুফ্ফনের ইউভেন্তুস অধ্যায়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2018 09:06 PM BdST Updated: 19 May 2018 09:21 PM BdST
ইউভেন্তুসের জার্সিতে জানলুইজি বুফ্ফনের সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের শেষটা হলো জয়ে রাঙানো। মৌসুমে নিজেদের শেষ ম্যাচে হেল্লাস ভেরোনাকে ২-১ গোলে হারিয়েছে তুরিনের ক্লাবটি।
গত তিন রাউন্ডের মতো শনিবার ঘরের মাঠেও ইউভেন্তুসের প্রথমার্ধের পারফরফম্যান্স ছিল হতাশাজনক। বিরতির আগে প্রতিপক্ষের গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষাতেই ফেলতে পারেনি তারা।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। ৪৯তম মিনিটে ইতালিয়ান ডিফেন্ডার দানিয়েলে রুগানির গোলে এগিয়ে যাওয়ার পর ৫২তম মিনিটে দারুণ ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন বসনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ।
৭৬তম মিনিটে ব্যবধান কমান ইতালিয়ান ফরোয়ার্ড আলেস্সিও চেরচি।
৮৪তম মিনিটে অতিথিদের ডি-বক্সে তাদের এক খেলোয়াড়ের হাতে বল লাগায় পেনাল্টি পায় ইউভেন্তুস। কিন্তু সুইস ডিফেন্ডার স্তেফান লিখটস্টাইনারের স্পট কিক বাঁয়ে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক নিকোলাস। তবে তাতে জয় আটকায়নি চ্যাম্পিয়নদের।
এরই সঙ্গে শেষ হলো ইতালির হয়ে বিশ্বকাপ জয়ী গোলরক্ষক বুফ্ফনের ইউভেন্তুস অধ্যায়। ২০০১ সালে পারমা থেকে তুরিনের ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে নয়টি সেরি আসহ মোট ১৮টি শিরোপা জিতেছেন ৪০ বছর বয়সী এই ফুটবলার।
৩৮ ম্যাচে ৩০ জয় ও পাঁচ ড্রয়ে ৯৫ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো টানা সপ্তম সেরি আ জেতা ইউভেন্তুস।
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে