আগামী মৌসুমে পিএসজিতে থাকবে নেইমার: এমেরি

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার আগামী মৌসুমে পিএসজিতে থাকবে বলে বিশ্বাস ক্লাবটির বিদায়ী কোচ উনাই এমেরির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2018, 12:45 PM
Updated : 15 May 2018, 12:45 PM

গত অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের ক্লাবটিতে নাম লেখান নেইমার। দলটির সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি তার। তবে কিছু সংবাদ মাধ্যমের জোরালো দাবি, পিএসজি ছেড়ে দিতে পারেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নাকি তার যোগাযোগও আছে।  

এসব গুঞ্জনের প্রেক্ষিতে শনিবার পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি জানান, তিনি ২০০০ ভাগ নিশ্চিত যে পিএসজিতেই থাকবে নেইমার। এমেরিও ঠিক তাই মনে করেন।

ক্লাবটিতে দুই মৌসুম দায়িত্ব পালন করা ৪৬ বছর বয়সী এই কোচ বলেন, "এবারের মৌসুমে এমন কিছু সময় গেছে যখন নেইমার সম্পর্কীত সব কিছুই ছিল বাড়াবাড়ি।"

"নেইমার খুব বেশি কথা বলে না। সে আমাদের বলেছে, যেসব মিথ্যা কথা বলা হচ্ছে তাতে সে বিরক্ত। আমি নেইমারের মুখপাত্র হতে চাচ্ছি না। তবে আমি মনে করি, আগামী মৌসুমে সে পিএসজিতে থাকবে। খেলোয়াড় ও ক্লাবের জন্য এটাই যথার্থ হবে।"

লিগ ওয়ানে ফেব্রুয়ারিতে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে ডান পায়ের পাতার মেটাটারসাল হাড় ভাঙার পর থেকেই মাঠের বাইরে নেইমার। ফলে ক্লাবটির হয়ে মৌসুমের অনেকটা সময় খেলা হয়নি তার। চোটে পড়ার আগ পর্যন্ত দারুণ ছন্দে ছিলেন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়। সব ধরনের প্রতিযোগিতায় ৩০ ম্যাচে করেছিলেন ২৮ গোল।

নেইমারকে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পর্যায়ের খেলোয়াড় হিসেবে দেখেন এমেরি।

"নেইমারের খেলা আমি খুবই উপভোগ করেছি। আমি তাকে নিয়ে অনেক খুশি ছিলাম। সে ক্রিস্তিয়ানো ও মেসির পর্যায়ের।…আমি নিশ্চিত, সে শীর্ষ পর্যায়ে পৌঁছাবে।"