ইউভেন্তুসেই থাকতে চান আল্লেগ্রি

ইউভেন্তুস ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। বরখাস্ত না হলে তুরিনের ক্লাবটিতেই থাকবেন বলে জানিয়েছেন ইতালিয়ান এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2018, 11:38 AM
Updated : 14 May 2018, 11:38 AM

ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাব আর্সেনাল ও চেলসির পাশাপাশি লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজিও আল্লেগ্রিকে পেতে চায় বলে কিছু সংবাদ মাধ্যমের খবর।

আর্সেনালের কোচের দায়িত্ব ছাড়ছেন আর্সেন ভেঙ্গার, পিএসজি ছাড়ছেন উনাই এমেরি। অনিশ্চয়তা আছে চেলসি কোচ আন্তোনিও কোন্তের ভবিষ্যৎ নিয়েও। কিছুদিন ধরে গুঞ্জন, নতুন চ্যালেঞ্জ নিতে ইউভেন্তুস ছেড়ে দিতে পারেন আল্লেগ্রি।          

সে সম্ভাবনা উড়িয়ে দিয়ে সাংবাদিকদের ৫০ বছর বয়সী আল্লেগ্রি বলেন, "তারা যদি আমাকে বরখাস্ত না করে তাহলে আগামী বছরও ইউভেন্তুসে থাকব।"

এসি মিলানের সাবেক কোচ আল্লেগ্রি ২০১৪ সালে ইতালিয়ান চ্যাম্পিয়ন ইউভেন্তুসে আন্তোনিও কোন্তের স্থলাভিষিক্ত হন। তার অধীনে গত চার বছর সেরি আ জয়ের পাশাপাশি দুইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে ক্লাবটি। এই সময়ে চারবার ইতালিয়ান কাপ ও একবার ইতালিয়ান সুপার কাপও ঘরে তোলে তারা।