আবাহনী ও মেরিনার্সের টানা ষষ্ঠ জয়

প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া আবাহনী লিমিটেড দ্বিতীয়ার্ধে করল আরও চার গোল। আশরাফুল ইসলামের হ্যাটট্রিকে সাধারণ বীমাকে ৬-০ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার ডিভিশন হকিতে টানা ষষ্ঠ জয় পেয়েছে মাহবুব হারুনের দল। হাসান যুবায়ের নিলয়ের হ্যাটট্রিকে টানা ষষ্ঠ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংসও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2018, 01:38 PM
Updated : 13 May 2018, 03:57 PM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার ম্যাচের দশম মিনিটের পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে এগিয়ে যায় আবাহনী। কৃষ্ণ কুমারের পুশ রোমান সরকার স্টপ করার পর খোরশেদুর রহমানের হিটে পরাস্ত হন গোলরক্ষক। একটু পর পাওয়া পিসি থেকে খোরশেদ ব্যবধান দ্বিগুণ করতে পারেননি।
 
৩৩তম মিনিটের পেনাল্টি কর্নারে ব্যবধান দ্বিগুণ করে নেয় আবাহনী। মুসার মিয়ার পুশ সারোয়ার হোসেন স্টপ করার পর আশরাফুলের হিট ঠিকানা খুঁজে পায়।
 
দ্বিতীয়ার্ধের শুরুতে আশরাদ হোসেনের বাড়ানো বল প্লেসিং শটে স্কোরলাইন ৩-০ করেন তাজউদ্দিন আহমেদ। ৫৪তম মিনিটে তাজউদ্দিনের পুশে সারোয়ার স্টপ করার পর আশরাফুলের হিটে আবারও পরাস্ত হন গোলরক্ষক। 
 
তিন মিনিট পর ফিল্ড গোলে ব্যবধান আরও বাড়ান কৃষ্ণ কুমার। ৬২তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে স্কোরলাইন ৬-০ করার সঙ্গে হ্যাটট্রিক পূরণ করেন আশরাফুল।
 
রোববার প্রথম ম্যাচে দ্বীন ইসলাম ইমনের জোড়া গোলে অ্যাজাক্স এসসিকে ৫-৪ গোলে হারায় সোনালী ব্যাংক।
 
নিলয়ের হ্যাটট্রিকে ষষ্ঠ জয় মেরিনার্সের
 
হাসান যুবায়ের নিলয়ের হ্যাটট্রিকে ৮-০ গোলে ওয়ারী ক্লাবকে হারিয়েছে মেরিনার্স।
 
ম্যাচের একাদশ মিনিটে ফিল্ড গোলে মেরিনার্সকে এগিয়ে নেন নিলয়। তিন মিনিট পর পেনাল্টি কর্নার থেকে মামুনুর রহমান চয়নের হিটে ব্যবধান দ্বিগুণ হয়। প্রথমার্ধেই আরও দুটি ফিল্ড গোলে হ্যাটট্রিক পূরণ করেন নিলয়।
 
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রেখে ওয়ারীর জালে চার গোল দেয় মেরিনার্স। ৫৯তম মিনিটের পেনাল্টি কর্নারে জুলহাইরির পুশ স্টপ করার পর নিজেই শট নিয়ে লক্ষ্যভেদ করেন নাইম উদ্দিন। এরপর পুস্কর ক্ষীসা মিমো, মইনুল ইসলাম কৌশিকের গোলে ব্যবধান আরও বাড়ে। শেষ দিকে চয়ন পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ৮-০ করেন।