‘পিএসজিতেই থাকবে নেইমার’

মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে নেইমারের পাড়ি জমানোর সম্ভাবনার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নাসের আল-খেলাইফি। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার পিএসজিতেই থাকবে বলে ‘দুই হাজার ভাগ’ নিশ্চিত ক্লাবটির সভাপতি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2018, 01:14 PM
Updated : 13 May 2018, 01:29 PM

গত অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। কিন্তু মৌসুম না ঘুরতেই কিছু সংবাদ মাধ্যমের জোরালো দাবি, ফের স্পেনে ফিরতে পারেন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়। তার সঙ্গে নাকি বার্সেলোনার চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের ভালো যোগাযোগ রয়েছে।

শনিবার লিগ ওয়ানে রেনের কাছে পিএসজির ২-০ গোলে হারের পর নেইমার প্রসঙ্গে সাংবাদিকদের আল-খেলাইফি বলেন, “কে বলেছে সে এখানে থাকবে না? কেউ কি এটা বলেছে? কেউ না।”

“আমাদের সঙ্গে তার একটা চুক্তি রয়েছে। ২০০০ ভাগ নিশ্চিত সে এখানে থাকবে।”

ফেব্রুয়ারিতে পায়ে চোট পাওয়ায় ২০১৭-১৮ মৌসুমের অনেকটা সময় খেলা হয়নি নেইমারের। চোটে পড়ার আগ পর্যন্ত পিএসজির হয়ে ৩০ ম্যাচে ২৮টি গোল করেছিলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।