চয়নের হ্যাটট্রিকে জয়রথে মেরিনার্স

প্রিমিয়ার বিভাগ হকিতে জয়রথে আছে মেরিনার ইয়াংস। মামুনুর রহমান চয়নের হ্যাটট্রিকে অ্যাজাক্স এসসিকে ৬-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে শিরোপাধারীরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2018, 03:19 PM
Updated : 10 May 2018, 03:19 PM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে চয়ন মেরিনার্সকে এগিয়ে নেন।

দুই মিনিট পর পিসি থেকেই ব্যবধান দ্বিগুণ করেন চয়ন। মোহাম্মদ জুলহাইরির পুশ নাইম উদ্দিন স্টপ করার পর এই ডিফেন্ডারের জোরালো হিটে পরাস্ত হন গোলরক্ষক।

২৪তম মিনিটে সতীর্থের বাড়ানো বল আলতো হিটে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ৩-০ করেন হাসিন আরমান। ৩০তম মিনিটের পেনাল্টি কর্নারে জুলহাইরির পুশ রেজাউল করিম বাবু স্টপ করার পর দারুণ হিটে হ্যাটট্রিক পূরণ করেন করেন চয়ন।

৪২তম মিনিটের পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল করেন চয়ন। ৫৮তম মিনিটে সার্কেলের বাইরে থেকে আজিজুল ইসলামের জোরালো হিটে প্লেসিং শটে স্কোরলাইন ৬-০ করেন হাসান যুবায়ের নিলয়।

আগের তিন ম্যাচে ভিক্টোরিয়া এসসি, বাংলাদেশ পুলিশ ও আজাদ এসসিকে হারিয়েছিল মেরিনার্স।

দিনের প্রথম ম্যাচে সাধারণ বীমা ৬-২ গোলে ঢাকা ওয়ান্ডরার্স ক্লাবকে হারায়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ৬-১ গোলে জিতে সোনালী ব্যাংক এসসি।

প্রথম ম্যাচের আগে বার্ধক্যজনিত কারণে ৮৪ বছর বয়সে না ফেরার দেশে চলে যাওয়া ওয়ান্ডারার্স ক্লাবের সদস্য মুনীর হোসেনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।