চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে 'শঙ্কামুক্ত' রোনালদো

বার্সেলোনার বিপক্ষে লিগ ম্যাচে চোট পাওয়া ক্রিস্তিয়ানো রোনালদোর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদ কোচের মতে, পর্তুগিজ তারকার কোচ গুরুতর নয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2018, 10:04 AM
Updated : 7 May 2018, 12:20 PM

রোববার কাম্প নউয়ে ২-২ গোলে ড্র হয় রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার রোমাঞ্চকর লড়াই। দুইবার পিছিয়ে পড়েও সমতা ফেরায় অতিথিরা।

চতুর্দশ মিনিটে দলকে সমতায় ফেরাতে গিয়ে পায়ে আঘাত পান রোনালদো। প্রথমার্ধের পুরোটা সময়ই অবশ্য মাঠে ছিলেন তিনি। কিন্তু তিন সপ্তাহ পর হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভাবনায় দ্বিতীয়ার্ধে তাকে আর নামাননি কোচ।

রোনালদোর চোট প্রসঙ্গে জিদান বলেন, “আমরা আগামীকাল দেখব তার কি ক্ষতি হয়েছে। এই মুহূর্তে তা ভালো নয়। তবে এটা সামান্যই হবে। তাকে দেখে মনে হয়েছে, খুব বড় কিছু নয়। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য এটা কোনো দুশ্চিন্তার নয়।”

আগামী ২৬ মে ইউক্রেনের কিয়েভে টানা তৃতীয়বারের মতো ইউরোপ সেরা হতে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।