লিভারপুলকে হারিয়ে শীর্ষ চারের আশায় চেলসি

লিভারপুলকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার আশা জাগিয়েছে চেলসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2018, 05:25 PM
Updated : 6 May 2018, 06:04 PM

রোববার ঘরের মাঠে অলিভিয়ে জিরুদের একমাত্র গোলে জিতেছে আন্তোনিও কোন্তের দল। চলতি আসরে গতবারের চ্যাম্পিয়নদের এটি টানা চতুর্থ জয়।

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের প্রথমার্ধে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল চেলসি। ৩২তম মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় তারা। ভিক্তর মোজেসের কর্নারে দারুণ কোনাকুনি হেডে বল জালে পাঠান জিরুদ।

তিন মিনিট পরেই ব্যবধান হতে পারতো দ্বিগুণ। তবে দুরূহ কোণ থেকে সেস ফাব্রেগাসের হেড অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

দ্বিতীয়ার্ধেও একইভাবে বল দখলে রেখে খেলতে থাকে লিভারপুল। কিন্তু সমতাসূচক গোলের দেখা পায়নি তারা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠা দলটি লিগে টানা দুই ড্রয়ের পর এবার হেরেই গেল।

৩৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১ পয়েন্টে পিছিয়ে থেকে চারে আছে টটেনহ্যাম হটস্পার। আগের ম্যাচে হেরে যাওয়া দলটির সঙ্গে ব্যবধান দুইয়ে নামিয়ে এনেছে চেলসি। ৩৬ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে কোন্তের দল।

দিনের আরেক ম্যাচে বার্নলিকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়্ আর্সেনাল ৬০ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

দিনের প্রথম ম্যাচে হাডার্সফিল্ড টাউনের সঙ্গে ঘরের মাঠে গোলশূন্য ড্র করা চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার সিটির পয়েন্ট ৩৬ ম্যাচে ৯৪। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৭৭।